সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শক্তিশালী বাহরাইনকে রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শক্তিশালী বাহরাইনকে রুখে দিল বাংলাদেশ

এশিয়া ফুটবলে বাহরাইন শক্তিশালী দেশ এ নিয়ে সংশয় থাকার কথা নয়। ওদের জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ পয়েন্ট ভাগাভাগি করবে তা এখন স্বপ্নই। অথচ দুদেশের অনূর্ধ্ব-২০ দলের লড়াইয়ে বাংলাদেশ ড্র করেছে। একেতো শক্তিশালী, তারপর ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব আয়োজন করেছে। তাদেরই মাঠে গোল শূন্য ড্র করাটা বাংলাদেশের কৃতিত্বের। ঢাকা ছাড়ার আগে যুবারা বলে যান গ্রুপে বাহরাইন ও কাতারের মতো ফেবারিট দল থাকলেও আমরা ডর-ভয়হীন ফুটবল খেলব। শেখ আলী বিন মুহাম্মদ আল খালিফা স্টেডিয়ামে তানভীররা প্রথম ম্যাচে তাই দেখালেন।

বাংলাদেশকে সমর্থন দিতে অনেক প্রবাসী বাঙালি গ্যালারিতে ছুটে আসেন। অন্য দিকে বাহরাইনকে উৎসাহ দিতে গান বাজনায় ব্যস্ত ছিলেন স্থানীয় সমর্থকরা। বাহরাইনের যুবারা কেমন শক্তিশালী তা জেনেই মাঠে নেমেছিলেন তানভীররা। আক্রমণাত্মক কৌশল বেছে নিলে স্বাগতিকরা যে কোনো সময় গোল পেয়ে যেতে পারে এ ভাবনা তাদের ছিল। অবশ্য প্রথমার্ধের শুরুতে কিছুক্ষণ বাহরাইনের দুর্গে বল নিয়ে ছুটাছুটি করে। শুধু তাই নয় ফ্রি কিকে গোল প্রায় করেই ফেলেছিলেন আজিজুল হক অনন্ত। বাহরাইনের ভাগ্য ভালো বল সাউড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। গোল খাওয়া থেকে রক্ষা পেয়ে বাহরাইনের যুবারা তৎপর হয়ে উঠে। একের পর এক আক্রমণ। মনে হচ্ছিল যে কোনো সময়ে বাংলাদেশের জালে বল জড়াবে। রক্ষণভাগের দৃঢ়তায় বাহরাইন শুধু আক্রমণেই সীমাবদ্ধ ছিল। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে স্বাগতিকদের সেকি চেষ্টা। বাংলাদেশের গোলরক্ষক শান্ত কুমারের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। অ্যারাবিয়ান ধারা ভাষ্যকারদের মুখেও শান্তর প্রশংসা। নিশ্চিত তিনটি গোল রক্ষা করেছে।

এ ড্রকে জয়ের সমান বললেও ভুল হবে না। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ৮৫ আর বাংলাদেশ ১৯২। ১০৭ ধাপ এগিয়ে থাকা জুনিয়র দলের সঙ্গে ড্র করাটাও নিঃসন্দেহে গৌরবের। জাতীয় দল ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো আলো ছড়াচ্ছে।অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আজ ভারতে বিপক্ষে সেমিফাইনাল খেলবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিছুদিন আগে জাতীয় দলের খেলোয়াড়দের অনেকটা হুমকির সুরে বলেছেন, ভালো না করলে জাতীয় দল ছেড়ে দাও। তাহলে কি পছন্দের তালিকায় এসব যুবারা আছেন?

সর্বশেষ খবর