সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নারী হকির পর্দা উঠছে আজ

মেয়েরা হকি স্ট্রিক হাতে নিয়েছিল ১৯৮২ সালে। এত আগে মাঠে নামলেও দেশের নারী হকিতে শূন্যতা বিরাজ করছে। হকির কিংবদন্তি আবদুস সাদেকের প্রচেষ্টায় অনেক দিন পর নারী হকি মাঠে গড়িয়েছিল। পরবর্তীতে গুরুত্ব না পাওয়ায় মেয়েরা ছিল অবহেলিত। এশিয়ান গেমসে বাছাইপর্বে সুযোগ পেয়েও ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সেই সুযোগ হাত ছাড়া হয়ে যায়। যাক শেষ পর্যন্ত আবার নারীরা হাতে স্ট্রিক নিয়ে মাঠে নামছেন। ফেডারেশন আয়োজিত ওয়ালটন ডেভেলপমেন্ট নারী হকির পর্দা উঠছে আজ। বাহফে লাল, বাহফে সবুজ, বাহফে নীল ও বাহফে হলুদ দলে ভাগ করে মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলা হবে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ সংবাদ সম্মেলনে জানালেন, আগামী মাসে কাজাখস্থানে নারী এএইচএফ কাপের বাছাইপর্ব হবে। সেখানে বাংলাদেশ অংশ নেবে। ক্যাম্প শুরু হওয়ার আগে টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই হবে। যোগ্যদের নিয়েই পরবর্তীতে অনুশীলন শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর