বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব

টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আহামরি পারফরম্যান্স ছিল না টাইগার টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের। দুই ম্যাচে রান করেছেন ৩১ বলে ৩৩ ও ৮ ওভারে ৪৪ রানের খরচে নেন ১ উইকেট। তারপরও সাকিব ফিরে পেয়েছেন র‌্যাঙ্কিংয়ে টি-২০ অলরাউন্ডারের শীর্ষস্থান। টাইগার অধিনায়ক অবশ্য শীর্ষে উঠেছেন পারফরম্যান্সের জন্য নয়, আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীর টানা ব্যর্থতায়। ছন্দ হারিয়ে আফগান অধিনায়ক নেমে গেছেন ২ নম্বরে। নবীর পতনে এ বছর শীর্ষে উঠেছেন সাকিব। গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসা বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ২৪৮। ১০ পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে যাওয়া নবীর পয়েন্ট এখন ২৪৬। এশিয়া কাপের সেরা পারফরমার ওয়ানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন ৪ নম্বরে। তার পয়েন্ট ১৮৪। তিনে আছেন ২২১ পয়েন্ট নিয়ে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। সাকিব অবশ্য ওয়ানডেরও সেরা অলরাউন্ডার। ৩৭২ পয়েন্ট নিয়ে তিনি সবার উপরে। দুইয়ে থাকা নবীর পয়েন্ট ৩২৫ এবং রশীদ খান ২৯০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে চারে সাকিব। ৩৮৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিবের পয়েন্ট ৩২৮। টি-২০ ক্রিকেটে ব্যাটিং শীর্ষে ৮১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ৭৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। ছন্দ হারিয়ে তিনে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার পয়েন্ট ৭৭১। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ৫৯৯ পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫ নম্বরে বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ৫০৫ পয়েন্ট নিয়ে ৩৭ নম্বরে। ৭৯২ পয়েন্ট নিয়ে বোলিং শীর্ষে জশ হ্যাজলওড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে ৮৯০ পয়েন্ট নিয়ে সবার উপরে পাক অধিনায়ক বাবর। ৬৭৫ পয়েন্ট নিয়ে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ১৬ নম্বরে। ৭৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের বাঁ হাতি সুইং বোলার ট্রেন্ট বুল্ট। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটার ৮৮৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট সবার উপরে। ৮৯১ পয়েন্ট  নিয়ে বোলারদের শীর্ষে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স।

সর্বশেষ খবর