বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

‘ধোনির মতো মাহমুদুল্লাহর শেষ আছে’

ক্রীড়া প্রতিবেদক

‘ধোনির মতো মাহমুদুল্লাহর শেষ আছে’

টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে বদলে ফেরার পরিকল্পনা নিয়ে দায়িত্ব নেন শ্রীধরন শ্রীরাম। এশিয়া কাপ দিয়ে মিশন শুরু হয় শ্রীরামের। কিন্তু এশিয়া কাপে তার অভিষেক ভালো হয়নি। হেরে যায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। এবার মিশন টি-২০ বিশ্বকাপ। ২০ ওভারের টুর্নামেন্টের আগে অবশ্য নিউজিল্যান্ডে তিন জাতির একটি টুর্নামেন্টে অংশ নেবে টাইগাররা। বিসিবি আসর দুটির জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সাকিব আল হাসানের নেতৃত্বে স্কোয়াডে সুযোগ পাননি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১২১ টি-২০ খেলার অভিজ্ঞ মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছে গোটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। সাবেক অধিনায়ককে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, আগামী টি-২০ বিশ্বকাপের বিবেচনায় তাকে দলে নেওয়া হয়নি। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম উত্তর দিয়েছেন উদাহরণ টেনে। তিনি মাহমুদুল্লাহকে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো মনে করেছেন। তিনি জানিয়েছেন এক সময় ধোনিকেও অবসর নিতে হয়েছে, ‘আমাদের দলের জন্য এমন একটি পরিকল্পনা দরকার, যা অন্য দলগুলো খুব ভালোভাবে করেছে। সেটা হচ্ছে প্রতিটি ক্রিকেটারের একজন উত্তরাধিকার ঠিক করা।

মাহমুদুল্লাহকে আমার সবসময়ই কিছুটা মহেন্দ্র সিং ধোনির মতো মনে হয়েছে। দলের জন্য সে ভূমিকা পালন করে আসছে। ৬ নম্বরে ব্যাট করেছে সে, ধোনি যা ভারতীয় দলে করেছে এবং খেলা শেষ করে এসেছে।’ ভারতকে  ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ উপহার দেওয়া ধোনি এক সময় অবসরে যান। সীমিত ওভারের ক্রিকেট ইতিহাসে ধোনিকে ‘ফিনিশার’ বলা হয়। মাহমুদুল্লাহও অনেক ম্যাচ ফিনিশ করেছেন। ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি হলেও ধোনি এক সময় থেমে পড়েছেন। মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার পর সেটাই গতকাল বলেছেন শ্রীরাম, ‘ধোনি চিরদিন খেলা চালিয়ে যেতে পারেনি তাই না? একটা পরিকল্পনা থাকা প্রয়োজন যে, এরপর কে? আমার মনে হয়, আমাদের সবার একত্র হয়ে এটা ভাবার সঠিক সময় ছিল এখনই, কে এই গুরু দায়িত্ব পালন করতে পারে। মাহমুদুল্লাহ’র জায়গা নেওয়া মানে অনেক বড় দায়িত্ব। কাজটা সহজ নয়। তবে কাউকে ওই ভূমিকায় সুযোগ না দিলে আমরা উপযুক্ত কাউকে খুঁজে পাব না।’

সর্বশেষ খবর