শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবিনাদের সামনে আজ ভুটান

বাংলাদেশের ফুটবল ইতিহাসে দশরথ স্টেডিয়াম সুখ-দুখের সঙ্গী। নেপালের রাজধানী কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামেই সাফ গেমসে প্রথম সোনা জিতেছিল। ১৯৯৯ সালে ফাইনালে নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন জুয়েল রানা, আলফাজ আহমেদরা। আবার এ দশরথই ফুটবলে বাংলাদেশকে কাঁদিয়েছে। ১৯৮৪ সালে প্রথম সাফ গেমসে রাউন্ড রবিন লিগে বাংলাদেশ ৫-০ গোলে নেপালকে হারায়। ভারত অংশ না নেওয়ায় অনেকে ভেবেছিলেন প্রথম সাফ গেমসে সোনা জেতাটা সময়ের ব্যাপার। ট্র্যাজেডি হচ্ছে তা আর সম্ভব হয়নি। ফাইনালে স্বাগতিকদের কাছে ২-৫ গোলে হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সেই দশরথ স্টেডিয়ামে ফুটবলে আরেকটি ইতিহাস গড়তে পারে। মেয়েদের জাতীয় দলের সাফ ফুটবলে বাংলাদেশের সোনা জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ১৯ সেপ্টেম্বর ফাইনাল। উল্লেখ্য ১৯৯৯ সালেও সাফ গেমসে জুয়েল রানারা চ্যাম্পিয়ন হয়েছিলেন সেপ্টেম্বর মাসেই।

দশরথ স্টেডিয়ামেই বাংলাদেশের নারী জাতীয় দল প্রথম শিরোপা জেতার সম্ভাবনা। তবে তার আগে ফাইনালে উঠতে হবে। জিততে হবে সেমিফাইনাল। দশরথ স্টেডিয়ামে আজই সেই ফাইনালে ওঠার লড়াই। প্রতিপক্ষ ভুটান। এখানেই হয়তো কেউ কেউ ভাবতে পারেন সাবিনারা যখন পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারাতে পারে তখন ভুটান কিছুই না। অন্যরা আজকের ম্যাচ নিয়ে কে কি ভাবছেন জানি না, আমি বলব সেমিফাইনাল চাপের লড়াই। সাবিনারা অভিজ্ঞ ফুটবলার। বিষয়টি তারাও জানেন।

কোচ ছোটন নিশ্চয় ছক এঁকে দিয়েছেন সাবিনাদের। সেই ছক অনুযায়ী খেলবে সাবিনারা। আজকের সেমিতে বাংলাদেশেই ফেবারিট। তারপরও বুঝেশুনে খেললে সাবিনাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ফুটবলে ভারতকে হারানোটা ভুলেই গিয়েছিল বলা যায়। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে মান্ডারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও জাতীয় দল জয়ের খরায় ভুগছে। সেই তৃষ্ণা মিটিয়েছেন সাবিনারা। তারপরও বলব সেমিতে অতি আত্মবিশ্বাসী হলেই বিপদ। স্বাভাবিক খেলাটা খেলতে হবে। সাবিনারা দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। একটা বিষয় না বললেই নয়। গোল পেতে বাংলাদেশ শুরু থেকে অতিমাত্রা আক্রমণাত্মক হয়ে উঠে। রক্ষণভাগ প্রায় ফাঁকা থাকে। এটা খেয়াল রাখতে হবে কাউন্টার অ্যাটাকে যে কোনো সময় গোল খেয়ে যেতে পারে।

সাবিনারা যেমন স্বপ্ন দেখছেন তেমনি দেশবাসীকেও দেখাচ্ছেন। আমার বিশ্বাস তারা সফল হবে। তবে সেরাটা দিতে হবে। সেমিতে জিতলে ফাইনাল খেলতে হবে ভারত বা নেপালের বিপক্ষে। দুটোই শক্তিশালী দল। আজ দুপুর ১ টায় ম্যাচ শুরু। অপেক্ষায় থাকব জয়ের জন্য।

সর্বশেষ খবর