শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
টেনিস কিংবদন্তির বিদায়

ফেদেরারের অবসর ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ফেদেরারের অবসর ঘোষণা

রজার ফেদেরারকে বলা হয় ‘টেনিসের রাজা’। টেনিস রাজা ফেদেরার গত দেড় বছর ধরে হাটুর ইনজুরিতে ভুগছিলেন। ইনজুরির সাথে লড়াই করে পেড়ে উঠেননি সুইজারল্যান্ডের বাসেলে ১৯৮১ সালে জন্ম নেওয়া ফেদেরার। গত দেড় বছর ধরে তিনি দেখেছেন নাদাল, জকোভিচদের টেনিস কোর্টের দাপট। ইনজুরির সাথে পেড়ে উঠতে পারেননি বলে প্রিয় টেনিস কোর্টকে বিদায় বলেছেন। গতকাল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে টেনিসকে বিদায়ের কথা বলেন, ‘আপনাদের অনেকেই জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি। ৪১ বছর বয়স আমার। ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি গত ২৪ বছরে। টেনিস কোর্টকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’

 স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে।’

প্রতিদ্বন্ধীতামূলক ক্যারিয়ার শেষ করার এখনই সময়, সেটিও মেনে নিতে হবে আমার।’ এ মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে লেভার কাপ। এটাই তার ক্যারিয়ারের শেষ এটিপি শেষ টুর্নামেন্ট। তিনি ভিডিও বার্তায় বলেন, ‘সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর