শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হলান্ডের গোলে ক্রুইফের ছায়া

ক্রীড়া ডেস্ক

হলান্ডের গোলে ক্রুইফের ছায়া

আর্লিং হলান্ড ; ২২ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি মৌসুমে খেলছেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ পরাশক্তির জার্সিতে গোল করেই চলেছেন। হলান্ড মাঠে থাকা মানেই দল ও সমর্থকদের গোল উৎসবে মেতে উঠা। চলতি মৌসুমে সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে এখন পর্যন্ত গোল করেছেন ১৩টি। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে ৩ গোল। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ২১ ম্যাচে ২৬টি। পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলেই জিতেছে পেপ গার্ডিওলার ম্যানসিটি। ম্যাচের শেষ মুহূর্তে (৮৪ মিনিট) তার গোলে ইংলিশ জায়ান্ট ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডকে। চ্যাম্পিয়ন্স লিগের অপরাপর খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২-০ গোলে লিপজিগ, লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ৩-১ গোলে ম্যাক্কাবি হাইফা,  নেপোলি ৩-০ গোলে গ্লাসগো রেঞ্জার্স, এসি মিলান ৩-১ গোলে ডানামো জাগরেব ও বেনফিকা ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। চ্যাম্পিয়ন্স লিগের দুইবারের চ্যাম্পিয়ন্স চেলসি ১-১ গোলে ড্র করেছে রেড বুল সালজবুর্গের সঙ্গে। এছাড়াও গোলশূন্য ড্র হয়েছে এফসি কোপেনহেগেন-সেভিলা ম্যাচ। শাখতার ডোনেস্ক ও সেল্টিক ড্র করেছে ১-১ গোলে। পিএসজির জয়ের ম্যাচে দুটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

 ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি এখন ৩৯টি দলের বিপক্ষে গোল করেছেন এবং টানা ১৮ মৌসুম গোল করার রেকর্ড দুটি করেছেন।

হল্যান্ড রয়েছেন দারুণ ছন্দে। কিন্তু পরশু রাতে ঘরের মাঠ ইত্তিহাদ মাঠে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ‘গোল মেশিন’ হল্যান্ড গোটা ম্যাচে বল ছুঁয়েছেন ২৬ বার। তখন মনে হচ্ছিল গোলের দেখা পাবেন না। ৮৪ মিনিটে খোলশ ছেড়ে বেরিয়ে দুর্দান্ত এক গোল করেন। ওই গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু ওই গোলটি তাকে তুলনায় নিয়ে যায় ইউরোপিয়ান ফুটবলের কিংবদন্তি ইউয়ান ক্রুইফের সঙ্গে। জোয়াও কানসেলোর দুর্দান্ত পাস বাঁক খেয়ে ডি-বক্সে খুঁজে নেয় হল্যান্ডকে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে লাফিয়ে সাইড ভলিতে বল জালে পাঠান ২২ বছর বয়সী তারকা। ১৯৭৩ সালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চোখ ধাঁধানো গোলটি করেছিলেন ক্রুইফ। ওই গোলের প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ গার্ডিওলা, ‘কী চমৎকার গোল! আমার মনে পড়ে, অনেক দিন আগে বার্সেলোনায় ইউয়ান ক্রুইফ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঠিক এ রকমই একটা গোল করেছিলেন। ক্রুইফের গোলটির মতো গোল করেছে হল্যান্ড।’ ম্যাচে ৫৬ মিনিটে এগিয়ে যায় বুরুশিয়া। ৮০ মিনিটে সমতা আনে সিটি।

বুধবার রাতে মেসির রেকর্ড গড়াতে ম্যাচে পিএসজি ৩-১ গোলে হারায় ম্যাক্কাবি হাইফাকে। রেকর্ড সাতবারের ব্যালন ডি’ অর জয়ী মেসি চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ১২৬টি। লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৮ আসরে গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। গড়েছেন ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড। এছাড়া পিএসজি একটি দলীয় রেকর্ডও গড়েছে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে টানা ৪০ ম্যাচে অন্তত একটি করে গোল করেছে পিএসজি। ফরাসি ক্লাবটির পক্ষে বাকি দুটি গোল করেন এমবাপ্পে ও নেইমার। পিএসজির হয়ে ৩০ গোল করে যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের আসনে বসেছেন এডিসন কাভানির সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পক্ষে গোল দুটি করেন ভালবারদে ৮০ ও অ্যাসনসিও ৯১ মিনিটে।   

সর্বশেষ খবর