শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ

টি-২০ বিশ্বকাপ দল ঘোষণার দিন বিসিবি জানায় ক্রিকেটাররা ৪-৫দিনের প্রস্তুতি নেবে সংযুক্ত আরব আমিরাতে। মরু রাজ্যে মূলত প্রস্তুতি নেবে স্কিল বাড়াতে। গতকাল বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে। ২৫ ও ২৭ সেপ্টেম্বর ম্যাচ দুটির প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে আমিরাত। ম্যাচ দুটি খেলে টাইগাররা দেশে ফিরবে ২৮ সেপ্টেম্বর। ২ অক্টোবর পৌঁছাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টাচর্চে। সেখানে তিন জাতির প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর। অনুশীলনের জন্য ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ক্রিকেট দল। অনুশীলনের ফাঁকে দুটি টি-২০ ম্যাচ বাড়তি পাওনা বলছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘শুধু যে ওখানকার সুযোগ-সুবিধার জন্যই যাওয়া হচ্ছে, তা নয়। আরও কিছু পরিকল্পনা তো আছে। সব ব্যাপারগুলো ওভাবে সামনে না এনে আমাদের ফোকাস থাকবে টি-২০ বিশ্বকাপের জন্য দলকে পুরোপুরি তৈরি করা। কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচ পরিস্থিতি এবং অন্যান্য যে অনুশীলন সুবিধা দুবাই স্পোর্টস সিটিতে আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারব।’ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭ অক্টোবর।   

সর্বশেষ খবর