শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ জাহানারার

ডাক পেলেন ফারিহা তৃষ্ণা ও সোহেলি আক্তার

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ জাহানারার

কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ পাননি দেশের সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব দিয়ে ফিরেছিলেন জাতীয় দলে। দলের সঙ্গে উড়েও গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু দুর্ভাগ্য জাহানারার।

নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। অনুশীলনে আঙুলে ব্যথা পেয়েছেন। দুটি সেলাই পড়েছে ডান হাতি সিমিং অলরাউন্ডারের হাতে। এর ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছেন জাহানারা। শুধু ডান হাতি পেসার নন, বাছাইপর্ব শেষ হয়ে গেছে ব্যাটার ফারজানা হক পিংকির। কভিড পজিটিভ হওয়ায় তার খেলা হচ্ছে না। দুজনের বদলে আজ দলের সঙ্গে যোগ দেবেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার। ২০ বছর বয়সী তৃঞ্চা এখনো কোনো টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ৫টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৫টি। সোহেলি আট বছর পর জাতীয় দলে ডাক পেলেন। দুটি করে ওয়ানডে ও টি-২০ খেলেনে তিনি। বাংলাদেশের বাছাইপর্ব শুরু হবে ১৮ সেপ্টেম্বর। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ড এবং ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র। জাহানারা দেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার। টি-২০ ৫০ উইকেট নেওয়া বাংলাদেশের একমাত্র বোলার। ৭১ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫৫টি। ফারজানা দেশের প্রথম ও একমাত্র ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে হাজার রানের মাইলফলক গড়েছেন। ৭২ টি-২০ ম্যাচে রান ১০৬৪। ওয়ানডেতেও হাজার রান করেছেন। ৪৮ ওয়ানডেতে তার রান ১০১৪।

সর্বশেষ খবর