শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নেই চান্দিমাল

শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নেই চান্দিমাল

দিন কয়েক আগে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। দারুণ গোছানো ক্রিকেট খেলেছে দাসুন শানাকার নেতৃত্বে দ্বীপরাষ্ট্র। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা গতকাল ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। চূড়ান্ত দলে জায়গা হয়নি তিনেশ চান্দিমালের। অবশ্য তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। অভিজ্ঞ চান্দিমাল টি-২০ এশিয়া কাপ স্কোয়াডে ছিলেন। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।

শ্রীলঙ্কার এমিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়েছে আশেন বান্দারা, প্রভিন জয়াবিক্রমা, মাতিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো। বান্দারা, জয়াবিক্রমা ও নুয়ানিদু কোনো ম্যাচ খেলেননি। আসিতা আসত্তে ৩ ম্যাচ খেলে ২ উইকেট নেন। 

টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাতিলাকা, পিথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসাই, চামিকা করুনারতেœ, দুষ্মন্ত চামিরা (ফিটনেস), লাহিরু কুমারা (ফিটনেস), দিলশান মাদুশাঙ্কা ও প্রমোদ মাদুশান।

স্ট্যান্ডবাই : আশেন বান্দারা, প্রভিন জয়াবিক্রমা, দীনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্ডো ও নুয়ানিদু ফার্নান্ডো।

সর্বশেষ খবর