রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

‘বিশ্বকাপে শুরুতেই বাদ পড়বে পাকিস্তান’

‘বিশ্বকাপে শুরুতেই বাদ পড়বে পাকিস্তান’

পাকিস্তানের ক্রিকেট দল নির্বাচন নিয়ে সমালোচনা নতুন কিছু নয়! কিছুদিন আগে দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেছিলেন, ‘আমরা এখন দল নির্বাচনে পছন্দ-অপছন্দ ও স্বজনপ্রীতির কালচারের বাইরে যেতে পারিনি।’ এবার বিশ্বকাপ দল নিয়ে ক্ষোভ ঝারলেন গতি তারকা শোয়েব আকতার। তিনি বলেন, বিশ্বকাপে এই দল নিয়ে বাবর আজমরা শুরুতেই বাদ পড়ে যাবে। টুপার-টুয়েলভের গন্ডি পার হওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে দল নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এটা কেমন দল নির্বাচন? তারা বলেছিল, আমরা এমন একটি সিদ্ধান্ত নেব যা সবার পছন্দ হবে। কিন্তু তারা মিডল অর্ডারে পরিবর্তন না করার মতো ভয়ংকর একটি সিদ্ধান্ত নিল। সমস্যাটা ছিল মিডল অর্ডারে, কিন্তু নির্বাচকরা তা উপেক্ষা করল এবং সেখানে কোনো পরিবর্তনই আনল না।’

এক সময়ের সতীর্থ পাকিস্তান দলের প্রধান কোচ সাকলাইন মুস্তাককেও ছেড়ে কথা বলেননি। শোয়েবের ভাষ্য, ‘প্রধান নির্বাচক যখন সাধারণ মানের, তখন তার কাছ থেকে সিদ্ধান্তও তো আসবে সে রকমই। সাকলাইন (মুস্তাক) ২০০২ সালে সবশেষ ক্রিকেট খেলেছে। সে আমার বন্ধু, তাই তাকে এটা বলতে চাই না, তবে আমার মনে হয় না টি-২০ ক্রিকেট সম্পর্কে তার কোনো ধারণা আছে। আমি মনে করি না, এটা তোমার শক্তির জায়গা।’ ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ সম্পর্কে বলেন, ‘মোহাম্মদ ইউসুফ আছে দলের সঙ্গে। সে থাকা পরও আমাদের ব্যাটিং কেন পারফর্ম করতে পারে না? ড্রেসিং রুমে ইউসুফ একটা সম্পদ, তবে এই দলে তার কর্তৃত্ব কতটা আমি জানি না।’

সর্বশেষ খবর