রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্মিথ-ওয়ার্নার আর নয়

ক্রীড়া ডেস্ক

অ্যারোন ফিঞ্চ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কে হচ্ছেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক তা নিয়ে আলোচনা চলছে। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স অনাগ্রহ প্রকাশ করার পর দুই সিনিয়র ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের নাম উঠে আসছে।

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং বিতর্কের পর নেতৃত্ব হারিয়েছিলেন স্মিথ। শুধু তাই নয়, স্মিথ-ওয়ার্নার দুজনই নিষিদ্ধও হয়েছিলেন। তাদেরকে আর অস্ট্রেলিয়ার মতো দলের নেতৃত্ব দেখতে চান না দলটির সাবেক গতি তারকা মিচেল জনসন। তিনি বলেন, ‘স্মিথ-ওয়ার্নার কাউকেই অধিনায়ক করা উচিত নয়। দলকে তারা নানাভাবে পরামর্শ দিতেই পারে এবং সেটা তারা করেও আসছে। তবে তাদেরকে নেতৃত্বে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন দেখি না। তাদের নতুন করে দায়িত্ব দিলে পুরনো সেই ব্যাপারগুলো ফিরে আসবেই।’ জনসন আরও বলেন, ‘তাদের দুজনেরই ক্যারিয়ার শেষের দিকে। এমন সময় অস্ট্রেলিয়ার দায়িত্বে তরুণ কাউকে নিয়ে আসা উচিত, যে দলকে দীর্ঘ সময় সার্ভিস দিতে পারবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর