রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হকির ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড় বাছাই

ক্রীড়া প্রতিবেদক

স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এসিই এর পৃষ্ঠপোষকতায় আগামী মাসেই হকির ফ্র্যাঞ্চাইজি লিগের পর্দা উঠবে। ছয় দলকে নিয়ে দেশে প্রথমবারের মতো এ আসরের আয়োজন হচ্ছে। যার নামকরণ হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি (বিসিটি)। ছয় দলে ৬ জন আইকন খেলোয়াড় থাকবেন। যাদের পারিশ্রমিক হবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। লিগে অংশ নিতে ১৪০ জন স্থানীয় খেলোয়াড় ঠিক করা আছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর লটারির মাধ্যমে দলগুলো খেলোয়াড় পাবে। একেক দল ১৩ জন স্থানীয় খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করতে পারবে। অন্য দিকে পাঁচ জন বিদেশি খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করতে পারবে। তবে খেলতে পারবেন চার জন করে। খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন দল বিদেশি কোচও আনছে। টুর্নামেন্টে তালিকাভুক্তদের ফিটনেস (বীপ টেস্ট) অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ফিটনেস ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন না। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, লিগের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। লিগের প্রতিটি ম্যাচ দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

সর্বশেষ খবর