রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রঙ্গশালা রাঙাবেন সাবিনারা?

ক্রীড়া প্রতিবেদক

রঙ্গশালা রাঙাবেন সাবিনারা?

পুরুষ ফুটবলারদের সঙ্গে নারী দলের তুলনা করা যায় না। তবুও আগামীকাল নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে অ™ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সাবিনারা রঙ্গশালা দশরথ স্টেডিয়ামে ফাইনাল খেলবেন স্বাগতিক নেপালের বিপক্ষে। ২৩ বছর আগে ১৯৯৯ সালে একই ভেন্যুতে সাফ  গেমসে জুয়েল রানার নেতৃত্বে বাংলাদেশ ফাইনাল খেলেছিল নেপালের বিপক্ষে। আলফাজ আহমেদের দেওয়া একমাত্র গোলে জয়ী হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সাফ গেমসে সোনা জিতেছিল। সেবার রঙ্গশালাকে রাঙিয়ে ছিলেন জুয়েল-আলফাজরা। ভেন্যু এক, প্রতিপক্ষও অভিন্ন। মেয়েরা পারবে কি জাতীয় দলের হয়ে প্রথম সাফ জিততে। সাবিনারা পারবেন কি জুয়েলদের মতো রঙ্গশালা রাঙাতে। যোগ্যতা থাকা সত্ত্বেও পুরুষ জাতীয় দল সাফ গেমসে সোনা জিতেছিল সাত আসরের পর। মেয়েরা সুযোগ পাচ্ছে ছয় আসরের পর। নারী জাতীয় দলে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু থেকেই ভারতই টানা পাঁচবার চ্যাম্পিয়ন। এবারই প্রথম তারা ফাইনালের বাইরে। বাংলাদেশ বা নেপাল যেই হোক সাফে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে।

২০১৬ সালে আসরে বাংলাদেশ আরও একবার ফাইনাল খেলেছিল। ভারতের কাছে হেরে রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে নেপাল চারবার ফাইনাল খেললেও রানার্সআপেই বন্দী। এবার নতুন চ্যাম্পিয়ন হতে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

প্রশ্ন হচ্ছে কে হবে চ্যাম্পিয়ন বাংলাদেশ না নেপাল? অতীতে যাই ঘটুক না কেন এবার সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সত্যিই অন্যরকম দল। কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন ঢাকা ছাড়ার আগে বলে যান আর ছোট নয়, এবার বড়দের সাফ জিততে চাই। সেই সুবর্ণ সুযোগ এসেছে। শুরু থেকেই সাবিনা, মান্ডা, আঁখি, স্বপ্না, তহুরা, কৃষ্ণা, ঋতুরা সমন্বয় করে প্রতিম্যাচেই জ্বলে উঠছেন। গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপ ৩-০, পাকিস্তান ৬-০ ও ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। ২০১০ সালে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর পর এটিই ভারতের বিপক্ষে প্রথম জয়।

সেমিফাইনালে তো রীতিমতো ইতিহাস গড়েছে বাংলাদেশ। অধিনায়কের হ্যাটট্রিকসহ ৮ গোল। বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে সেমিতে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড আগে ছিল না। দুই হ্যাটট্রিকে দুরন্ত সাবিনা। সেই সঙ্গে বলা যায় পুরো দলই। তারপরও নেপালকে খাটো করে দেখার উপায় নেই। ওরাও ঘরের মাঠে আলো ছড়াচ্ছে। ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে।

তারপরও ফাইনালে কী ঘটে বলা মুশকিল। এবার যদি তীরে এসে তরী ডুবে যায় তা হবে দেশের ফুটবলে আরেক ট্র্যাজেডি। সেরাটা দিতে পারলেই স্বপ্ন পূরণ হবে। পুরুষ জাতীয় দলের সাফে সেমিফাইনাল খেলাটাই স্বপ্নে পরিণত হয়েছে। সেখানে মেয়েরা শিরোপার অপেক্ষায়। সবকিছু ফেলে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ভাবনায় শুধুই সাবিনারা।

সর্বশেষ খবর