বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাহাড়বাসীর আনন্দের সীমা নেই!

৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা জেলা প্রশাসনের

জহুরুল আলম, খাগড়াছড়ি

পাহাড়বাসীর আনন্দের সীমা নেই!

মনিকা চাকমা

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের এ অর্জনের অংশীদার পাহাড়ি জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও বাংলাদেশ দলে ছিলেন সহকারী কোচ তৃষ্ণান চাকমা। তার বাড়িও খাগড়াছড়ি জেলায়। মনিকা চাকমা মাঠ মাতিয়ে রেখেছে। মনিকা চাকমা ছাড়াও মূল স্কোয়াডে ছিলেন আরও দুই ফুটবলার আনাই ও আনুচিং মগিনী। তিন ফুটবলার ও এক কোচকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে পাহাড়বাসী।

শিরোপা জেতার খবরে বাংলাদেশ নারী ফুটবল দলের এ তিন ফুটবলার ও এক কোচের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র। শিরোপা জয়ের পর পরই খাগড়াছড়ির জেলা প্রশাসনের ফেসবুক পেজে এমন ঘোষণা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, বাংলাদেশের এ জয়ের অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচ প্রত্যেককে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। মনিকা ও আনাইরা সাফ চ্যাম্পিয়ন হওয়ায় খাগড়াছড়ির মেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে। তাদের দেখাদেখি এখন অনেকে ফুটবল খেলতে অনুপ্রাণিত হবে। হয়তো বা আগামীতে নতুন ফুটবলারের দেখা মিলবে।

সর্বশেষ খবর