বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আজ আমিরাত যাচ্ছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

আজ আমিরাত যাচ্ছেন টাইগাররা

ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান এখন ওয়েস্ট ইন্ডিজে। সিপিএল খেলে টাইগার অধিনায়ক সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে। টি-২০ বিশ্বকাপের আগে সাকিব বাহিনী ক্রাইস্টচার্চে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেবেন। টুর্র্নামেন্ট খেলে টাইগাররা ১৩ অক্টোবর পা রাখবেন অস্ট্রেলিয়ায়। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে আজ বিকাল সাড়ে ৫টায় এমিরেটস এয়ারওয়েজে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন টাইগাররা। সাকিব ছাড়া জাতীয় দলের সবাই যাচ্ছেন মরুরাজ্যে। এমন কী স্ট্যান্ডবাই চার ক্রিকেটারও থাকবেন সফরে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর। সাকিবের অনুপস্থিতিতে সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। বিশ্বকাপে সাকিবের সহকারী হিসেবে খেলবেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। ম্যাচ দুটি খেলে টাইগাররা ২৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন। ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। টি-২০ বিশ্বকাপে খেলবে সংযুক্ত আরব আমিরাতও। মরুরাজ্য বিশ্বকাপের প্রথমপর্ব খেলবে। বাংলাদেশ খেলবে চূড়ান্তপর্বে।

কিছুদিন আগে দুবাই ও শারজাহতে এশিয়া কাপ খেলেছে সাকিব বাহিনী। কিন্তু গ্রুপপর্বের ব্যারিয়ার টপকাতে পারেনি। এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর অবসর নেন মুশফিকুর রহিম। বিসিবি টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে চমক দেখায় ছন্দে না থাকার পরও নাজমুল হোসেন শান্তকে নিয়ে। বাদ দেয় টি-২০ ক্রিকেটে দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। একঝাঁক জুনিয়র ক্রিকেটার নিয়ে সাকিব বাহিনী অংশ নেবে বিশ্বকাপে। দুবাই যাওয়ার আগে গতকাল শেষবারের মতো মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করেন লিটন দাস, ইবাদত হোসেনরা।

বিশ্বকাপে অংশ নিতে টাইগাররা মূলতঃ ক্রাইস্টচার্চে তিন জাতির টুর্নমেন্টের অভিজ্ঞতা নিয়ে। দল ঘোষণার আগে অবশ্য তিন দিনের একটি ক্যাম্প করেছে টাইগাররা। শুধু একদিন ক্যাম্প করেছিল। বাকি দুদিন ভেস্তে যায় বৃষ্টিতে। তখন অবশ্য জিমন্যাসিয়ামে সময় কাটান ক্রিকেটাররা। টি-২০ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির আয়োজন করতে বিসিবি বেছে নেয় দুবাই। যদিও অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানানসই নয়। তারপরও দুটি ম্যাচ খেলতেই ৫দিনের একটি ক্যাম্প আয়োজন করে আমিরাত ক্রিকেট বোর্ডের সহায়তায়। আমিরাত একেবারেই অপরিচিত প্রতিপক্ষ নয় টাইগারদের কাছে।

সর্বশেষ খবর