বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এবার শুরু জামালদের মিশন প্রতিপক্ষ কম্বোডিয়া

ক্রীড়া প্রতিবেদক

অনেক দিন পর আজ আন্তর্জাতিক ম্যাচে খেলবে। কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাঠে লড়বে জামাল ভূঁইয়ারা। ফিফা স্বীকৃত প্রীতিম্যাচ। তবুও জামালদের মাথায় যেন চাপের পাহাড়। এমনিতে পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই।

ইতিহাস গড়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথমবার শিরোপা জিতেছে। গতকাল দেশেও ফিরে এসেছেন সাবিনা খাতুনরা। এদিকে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবারা গ্রুপপর্বে দারুণ খেললেও সেমিফাইনালে বিতর্কিত রেফারিংয়ে ভারতের কাছে হেরে যায়। অন্যদিকে অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে না পারলেও তাদেরও পারফরম্যান্স মুগ্ধ করেছে। প্রথম ম্যাচেই শক্তিশালী বাহরাইনকে তাদেরই মাঠে ড্র করে রুখে দিয়েছে বাংলাদেশ। কাতারের কাছে ০-২ গোলে হারলেও ভুটান ২-১ ও নেপালকে ৩-০ গোলে হারিয়েছে। বাহরাইন ও বাংলাদেশ সমান ৭ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে গ্রুপ রানার্স আপ হয় স্বাগতিকরা।

সব মিলিয়ে ফুটবলে বাংলাদেশের সময়টা ভালো কাটছে। আজ আবার আসল দল মাঠে নামছে। একটা দেশের পুরুষ জাতীয় দলইতো মূল দল। তাদের সঙ্গে অন্য কোনো লেভেলের তুলনা চলে না। বাংলাদেশের জাতীয় দল অনেক দিন পর আজ আন্তর্জাতিক ম্যাচে খেলবে। কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাঠে লড়বে জামাল ভূঁইয়ারা। ফিফা স্বীকৃত প্রীতিম্যাচ। তবুও জামালদের মাথায় যেন চাপের পাহাড়। এমনিতে পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই। মেয়েরা সাফ জেতার পর অনেকেই বলছেন এখন থেকে মেয়েদের দিকেই ভালোভাবে নজর দেওয়া উচিত। তাছাড়া পুরুষ বয়সভিত্তিক দলও ভালো করছে।

কম্বোডিয়া এমনিতেই শক্তিশালী প্রতিপক্ষ। তারপর আবার জামালরা আছেন চাপে। এমনিতেই জাতীয় দল নিয়ে ফুটবলপ্রেমীরা আগ্রহ হারিয়ে ফেলেছে। তারপর যদি হেরে যায় তাহলে তো সমালোচনা টর্নোডেতে রূপ নেবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এরপর বাংলাদেশ প্রীতিম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

সর্বশেষ খবর