বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপ বাছাইপর্বে নিগাররা গ্রুপ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

ফেবারিট হয়ে মহিলা টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয় বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানার নেতৃত্বে ক্রিকেট দল। গতকাল আবুধাবিতে গ্রুপের শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে নিগার বাহিনী ৫৫ রানে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে এবং স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে মহিলা ক্রিকেট দল। ৮ দলের বাছাইপর্ব থেকে দুই ফাইনালিস্ট খেলবে বিশ্বকাপের মূলপর্বে। ৯-২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ১০ দলের চূড়ান্তপর্ব। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে। বাছাইপর্বের ফাইনাল ২৫ সেপ্টেম্বর এবং সেমিফাইনাল ২৩ সেপ্টেম্বর। সেমিতে নিগার বাহিনীর প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ম্যাচসেরা হয়েছেন ওপেনার মুরশিদা খাতুন ৬৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২০ ওভারে ১ উইকেটে ১৫৮ রান। ৩.৪ ওভারে ২০ রানে সাজঘরে ফেরেন ওপেনার শামীমা সুলতানা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মুরশিদা ও নিগার ১৩৮ রান যোগ করেন ১৬.২ ওভারে।

সর্বশেষ খবর