সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘরের মাঠে স্পেনের হার

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে স্পেনের হার

স্পেন নিজেদের শেষ প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছে। যদিও সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে সেই প্রস্তুতি কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছে। সুইজারল্যান্ডের কাছে হারে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নেশন্স লিগের ‘এ’ লিগের ফাইনাল খেলা শঙ্কায় পড়েছে। অবশ্য এখনো সুযোগ রয়েছে। এজন্য ২ নম্বর গ্রুপের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারাতেই হবে স্পেনকে। ঘরের মাঠে ড্র করলে পর্তুগাল উঠে যাবে ফাইনালে। রোনালদো বাহিনী গ্রুপের অন্য ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে চেক রিপাবলিককে। সুইজারল্যান্ডের কাছে হার স্পেনের ঘরের মাঠে গত ৪ বছরে প্রথম। স্পেন সর্বশেষ ঘরের মাঠে হেরেছিল ২০১৮ সালে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে। পরশু রাতের হারটি সুইজারল্যান্ডের বিরুদ্ধে ২৫ ম্যাচে দ্বিতীয়। ২০১০ সালে স্পেন যেবার বিশ্বকাপ জিতেছিল, সেবারও গ্রুপে সুইসদের কাছে হেরেছি। পরশু হারল দ্বিতীয়বার। ঘরের মাঠ জারাগোজাতে স্পেন খেলতে নেমেছিল টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। ম্যাচে টিকিটাকা ফুটবল খেলে বলের নিয়ন্ত্রণ ৭০ শতাংশ নিজেদের দিকে রেখেছিল। কিন্তু আক্রমণে ধার না থাকায় ম্যাচ জিতে বের হতে পারেনি। ম্যাচ হারের পর স্প্যানিশ কোচ এনরিকে নিজেদের সমালোচনা করার পাশাপাশি প্রশংসা করেছেন প্রতিপক্ষ দলের, ‘আমরা এমন এক প্রতিপক্ষের সঙ্গে খেলেছি, যারা ছিল শারীরিকভাবে শক্তিশালী। পায়ে বল থাকলেও ওরা আমাদের নিজেদের ঘরানার ফুটবল খেলতে দেয়নি তারা।’ ম্যাচে সুইজারল্যান্ড এগিয়ে যায় ২১ মিনিটে ম্যানুয়েল আকানজির হেডে (১-০)। গোল খেয়ে তালগোল হারিয়ে ফেলে এনরিকের শিষ্যরা। অবশ্য ৫৫ মিনিটে উইংব্যাক জর্দি আলবার গোলে সমতা আনে স্পেন (১-১)। ৫৮ মিনিট সুইসদের জয় নিশ্চিত করেন এমবোলো (২-১)। এই হারে স্পেনের পয়েন্ট ৫ ম্যাচে ৮ এবং পর্তুগাল জিতে শীর্ষে উঠেছে ১০ পয়েন্ট নিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর