বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চ্যাম্পিয়ন মেয়েরা দেশে ফিরলেন

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন মেয়েরা দেশে ফিরলেন

আয়ারল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে নারী দল। আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবেন নিগাররা। সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে চূড়ান্তপর্ব নিশ্চিত করে নিগার বাহিনী। ফাইনালে ৭ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল আবুধাবি থেকে ঢাকায় ফিরেছেন চ্যাম্পিয়ন নিগাররা। দল ফেরার পর পরই আসন্ন টি-২০ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের বাছাই পর্ব খেলা শারমিন আক্তার ও পেসার মারুফা খাতুন বাদ পড়েছেন। ১৫ সদস্যের পেসার মারুফা মূল স্কোয়াডে না থাকলেও রয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে। ফিরেছেন পেসার জাহানারা আলম। ইনজুরির কারণে বাছাইপর্ব খেলতে পারেনি জাহানারা। করোনাভাইরাসের জন্য প্রাথমিকপর্ব খেলতে পারেননি ফারজানা হক। সেমিফাইনাল ও ফাইনাল খেলেছেন। এশিয়া কাপ শুরু হবে ১ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ১৫ অক্টোবর। এশিয়া কাপে নিগারদের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। টুর্নামেন্ট খেলতে বর্তমানে বাংলাদেশে পৌঁছেছে মালয়েশিয়া ক্রিকেট দল। আসরের অংশগ্রহণকারী দলগুলো হোটেলে উঠবে ২৯ সেপ্টেম্বরের মধ্যে। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

২০১৮ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সালমা বাহিনী। এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোশতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

সর্বশেষ খবর