বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সেই রঙ্গশালাতেই জামালদের লজ্জার হার

ক্রীড়া প্রতিবেদক

কিছুদিন আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেন সাবিনা খাতুনরা। সেই মাঠেই গতকাল প্রীতিম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিলেন জামাল ভূঁইয়ারা। মেয়েদের মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ছেলেরা। সাবিনারা জিতেছিলেন ৩-১ ব্যবধানে। সেই ৩-১ ব্যবধানেই জামাল ভূঁইয়াদের হারালেন কিরন চেমজঙরা। ম্যাচের ১৮, ২৬ ও ৩৭ মিনিটে নেপালের পক্ষে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন অঞ্জন বিস্তা। ৫৭ মিনিটে একটি গোল করে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান সাজ্জাদ হোসেন। কম্বোডিয়ার বিপক্ষে গত ২২ সেপ্টেম্বর জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন জামাল ভূঁইয়ারা। নেপালের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তারা। কোচ কাবরেরাও বেশ আশাবাদী ছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। ফের পরাজয়ের বৃত্তে প্রবেশ করল লাল-সবুজের জার্সিধারীরা। এক জয় ও এক পরাজয়ে ফিফা উইন্ডোতে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ।

সর্বশেষ খবর