শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
নারী এশিয়া কাপ

শিরোপা ধরে রাখার মিশন

‘ভালো খেলার সময় শেষ। যেহেতু শিরোপা আমাদের ছিল, সুতরাং চেষ্টা করব এটি যেন আমাদেরই থাকে। এর মধ্যেই ভালো ক্রিকেট খেলছি। এমন তো না, আমরা ভালো ক্রিকেট খেলছি না। ভালো ক্রিকেট খেললে শিরোপা আমাদের ঘরে আসবে।’

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা ধরে রাখার মিশন

নারী এশিয়া কাপ শুরু ২০০৪ সালে। অষ্টম আসর আজ মাঠে গড়াচ্ছে। টানা ৬ আসরের চ্যাম্পিয়ন ভারত। সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মহিলা এশিয়া কাপে ভারতের বাইরে অন্য কোনো দলের একমাত্র শিরোপা জয়। ২০১৮ সালে মালয়েশিয়ায় সর্বশেষ আসরে সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়েছিল ৩ উইকেটে। করোনাভাইরাসের জন্য গত চার বছর হয়নি মহিলা এশিয়া কাপ। চার বছর পর ফের মাঠে গড়াচ্ছে মহিলাদের আসর। এই প্রথম মহিলা এশিয়া কাপের আয়োজন করছে বাংলাদেশ। ৭ দলের টি-২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সিলেটে। আজ সকাল ৯টায় নিগার সুলতানাদের বিরুদ্ধে আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে থাইল্যান্ড। কিছুদিন আগে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। চার বছর আগে সর্বশেষ এশিয়া কাপে থাইল্যান্ডকে সহজেই ৯ উইকেটে হারিয়েছিল সালমা বহিনী। সালমা দলে রয়েছেন। তবে নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। আসরে ভালো খেলা নয়, শিরোপা জিততে চান নিগার, ‘ভালো খেলার সময় শেষ। যেহেতু শিরোপা আমাদের ছিল, সুতরাং চেষ্টা করব এটি যেন আমাদেরই থাকে। এর মধ্যেই ভালো ক্রিকেট খেলছি। এমন তো না, আমরা ভালো ক্রিকেট খেলছি না। ভালো ক্রিকেট খেললে শিরোপা আমাদের ঘরে আসবে।’

চার বছর আগে সালমা বাহিনী একটি মাত্র ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কার কাছে। শক্তিশালী ভারতকে হারিয়েছিল দুবার। গ্রুপ পর্বে ৭ উইকেটে এবং ফাইনালে ৩ উইকেটে। চ্যাম্পিয়ন হতে শেষ ৬ বলে সালমা বাহিনীর দরকার ছিল ৯ রান। প্রথম তিন বলে এক চারে ৬ রান তুলে নিয়েছিলেন রুমানারা। পঞ্চম ও ষষ্ঠ বলে দুটি রান আউট হলেও এক রান যোগ হয় স্কোর বোর্ডে। শেষ বলে জিততে দরকার হয় ২ রান। জাহানারা আলম ২ রান নিলে প্রথমবারের মতো টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে জাহানারা খেলতে পারেননি ইনজুরিতে। সুস্থ হয়ে ফিরেছেন এশিয়া কাপে অভিজ্ঞ এ ক্রিকেটার।

৭ দলের টুর্নামেন্টের ফাইনাল ১৫ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনাল দুটি ১৩ অক্টোবর একই দিনে। প্রতিদিন দুটি করে খেলা হবে। দিনের প্রথম খেলা সকাল ৯টায় এবং দ্বিতীয় খেলা দুপুর দেড়টায়। আসরে নিগারদের খেলাগুলো- ৩ অক্টোবর পাকিস্তান, ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এবারই প্রথম স্বাগতিক হয়ে খেলছেন নিগাররা। ঘরের মাঠে খেলা বলে বাড়তি চাপ অনুভব করবেন মহিলা ক্রিকটোররা। কিন্তু অধিনায়ক নিগার ঘরের মাঠে খেলাকে চ্যালেঞ্জিং ভাবছেন না, ‘নিজের ঘরে খেলাকে ওভাবে চ্যালেঞ্জ মনে করছি না। আমাদের টার্গেট ম্যাচ বাই ম্যাচ খেলা। অন্য দলগুলোর শক্তিও আমরা দেখছি না। আমরা মাঠে আমাদের ক্রিকেটটা খেলতে চাই।’ চ্যালেঞ্জিং ভাবছেন না ঠিকই। কিন্তু দলগত খেলার বিকল্প দেখছেন না, ‘এখানে চ্যালেঞ্জ বলতে সবসময়ই বলি, আমরা যে ম্যাচগুলো জিতি, সেখানে পুরো দলের অবদান থাকে। ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় অনেক বেশি ভালো খেলার পর কোনো ম্যাচ জিতেছি তা কিন্তু নয়।’

প্রচণ্ড গরম। আবহাওয়ায় আজকের তাপমাত্রা দেখাচ্ছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে নিগারদের এই তাপমাত্রায় খুব সমস্যা হওয়ার কথা নয়। কয়েকদিন আগে আবুধাবীতে ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলে এসেছেন নিগাররা।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর