শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে হকির লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে হকির লোগো উন্মোচন

ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র লোগো উন্মোচন অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা সুলতানা, হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, আর্চার রোমান সানা, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও অভিনেত্রী নাজিফা টুশি -জয়ীতা রায়

নানা রঙের আলোকরশ্মি দর্শকদের চোখ ধাঁধিয়ে দিল। বিকেএসপির হকি খেলোয়াড়দের মনোমুগ্ধকর প্রদর্শনীতে মুগ্ধ হলো সবাই। আড়ম্বরপূর্ণ আয়োজনে থাকল তারকার মেলা। ক্রিকেটের মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান, আরচারির রোমান সানা, হকির রাসেল মাহমুদ জিমি, ব্যাডমিন্টনের এলিনা সুলাতানা আর বিনোদন জগতের নাজিফা টুশির উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করল। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এমন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই লোগো উন্মোচন হলো হকির ফ্র্যাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র।

প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে হকির ফ্র্যাঞ্চাইজি লিগ। দেশের ছয়টি প্রতিষ্ঠান কিনে নিয়েছে ছয়টি দলের স্বত্ব। নামও ঠিক হয়ে গেছে। ওয়ালটন ঢাকা, রূপায়ণ গ্রুপ কুমিল্লা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা, মোনার্ক পদ্মা এবং মেট্রো এক্সপ্রেস গ্রুপ বরিশাল নামে ছয়টি দল অংশ নেবে টুর্নামেন্টে। প্রাথমিকভাবে ১৯৪ জন হকি প্লেয়ারের বিপ টেস্ট নেওয়া হয়। তবে এতে অনেকে ব্যর্থ হওয়ায় ৬ অক্টোবর আরও একটা বিপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এরপরই খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেখানে বিভিন্ন আইকন খেলোয়াড়সহ ক্যাটাগরি থাকবে। ফ্র্যাঞ্চাইজি দলগুলো সেখান থেকে নিজেদের পছন্দমতো খেলোয়াড় নিয়ে দল গোছাবে। অক্টোবরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই দল গঠনের কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ।

গতকাল লোগো উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুল্লাহ-রোমান সানাদের পাশাপাশি মঞ্চে ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিমও। এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন এইস ও টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক এবং ফ্র্যাঞ্চাইজি ও করপোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা।

লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে হকির জাতীয় দলের সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, ‘স্বপ্ন দেখতাম এমন একটা টুর্নামেন্ট হবে। এখন সেই স্বপ্ন বাস্তব। এর মাধ্যমে হকি অনেক এগিয়ে যাবে বলে আশা করি।’ হকির অনুষ্ঠানে এসে তারকা আর্চার রোমান সানা বলেন, ‘এই লিগের মাধ্যমে হকি অনেক এগিয়ে যাবে বলে আশা করি। এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের খেলায় উন্নতি হবে। পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও উন্নতি হবে। তখন বাংলাদেশ হকিতে এক শক্ত প্রতিপক্ষ হয়ে উঠবে।’ অভিনেত্রী নাজিফা টুশি আশা করেন, হকিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে।

সর্বশেষ খবর