শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মালদ্বীপে খেলতে গেলেন সাবিনা

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপে খেলতে গেলেন সাবিনা

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপ লিগ খেলতে গেলেন। তার সঙ্গী হয়েছেন লিগ বিজয়ী বসুন্ধরা কিংসের আরেক সতীর্থ সুমাইয়া। গতকাল সকালে দুজনা ঢাকা ছাড়েন। সাবিনার এটি হবে পঞ্চমবারের মতো লিগ খেলা। সুমাইয়াকে নিয়ে এবার বাংলাদেশের অধিনায়ক খেলবেন ধিবেছি সিফাইং ক্লাবে। ২০১৫ সালে প্রথমবারের মতো মালদ্বীপ ঘরোয়া ফুটবলে খেলেন সাবিনা। আগে খেললেও এবার মালদ্বীপে নামবেন সাফ জয়ী অধিনায়ক হিসেবে। ঢাকা ছাড়ার আগে সাবিনা বলেন, এ এক অন্যরকম অনুভূতি। মালদ্বীপ পুরুষ জাতীয় দল সাফ চ্যাম্পিয়ন। আর আমি নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিনায়ক। আশা রাখি ভালো খেলব।

সাফ চ্যাম্পিয়ন চলাকালে সাবিনা পাকিস্তান লিগেও খেলার অফার পান। তবে বিস্তারিত কিছু না জানানোয় তিনি এ ব্যাপারে কিছু বলতে চাননি। এদিকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলস্মলির মাধ্যমে আঁখি খাতুনসহ পাঁচ খেলোয়াড় ইউরোপিয়ান লিগ খেলার অফার পান।

 

সর্বশেষ খবর