রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ম্যারাডোনা নেই, বিশ্বকাপে থাকবে তার জার্সি

ক্রীড়া ডেস্ক

দিয়েগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রায় দুই বছর আগে। বিশ্বকাপের আসরে ম্যারাডোনার উপস্থিতি ছিল ফুটবলপ্রেমীদের জন্য এক বড় চাওয়া। তাকে দেখলেই আনন্দে ফেটে পড়তেন দর্শকরা। এবার আর সেই সুযোগ নেই। তবে ম্যারাডোনা না থাকলেও তার জার্সি থাকছে কাতার বিশ্বকাপে। ১৯৮৬ বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’ গোলের সময় ম্যারাডোনার গায়ে থাকা জার্সিটা থাকবে প্রদর্শনীর জন্য। দোহাভিত্তিক একটি জাদুঘর এই ব্যবস্থা করেছে। গত মে মাসে ম্যারাডোনার সেই জার্সিটি রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে নিলাম হয়েছে (৮.৯৩ মিলিয়ন মার্কিন ডলার)। দোহার জাদুঘরটি সেখান থেকে ধারে আনছে ম্যারাডোনার জার্সি। আগামী এপ্রিল পর্যন্ত জার্সিটি প্রদর্শনীর জন্য থাকবে।

সর্বশেষ খবর