টস হেরে নিরাশ হয়ে যান নিগার সুলতানা। ভেজা, স্যাঁতসেঁতে উইকেটে আগে ব্যাটিংয়ের চিন্তাতেই হয়তো মনমরা হয়ে যান নারী দলের অধিনায়ক। বিসমাহ মারুফের পাকিস্তান গতকাল সকালে ভেজা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নিগার বাহিনীকে কোণঠাসা করে ফেলে। শুধু তাই নয়, সিলেট একাডেমি মাঠে টি-২০ এশিয়া কাপের একপেশে লড়াইয়ে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় পাকিস্তান। একই সঙ্গে প্রতিশোধ…