বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মাঠে নামছেন মেসি-নেইমাররা

যুদ্ধের মধ্যে শাখতারের ফুটবল

ক্রীড়া ডেস্ক

মাঠে নামছেন মেসি-নেইমাররা

যুদ্ধের ভয়ংকর পরিস্থিতি থাকার পরও ফুটবল খেলে চলেছে ইউক্রেনের ক্লাব শাখতার ডনেস্ক। ঘরোয়া লিগের পাশাপাশি তারা দারুণ খেলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও। ইউক্রেনের লিগে ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে এফ গ্রুপে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এই গ্রুপের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ (ছয় পয়েন্ট)। আজ এই রিয়াল মাদ্রিদেরই মুখোমুখি হচ্ছে শাখতার ডনেস্ক। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এফ গ্রুপের অপর ম্যাচে স্কটিশ ক্লাব সেলটিক খেলবে জার্মান ক্লাব লিপজিগের বিপক্ষে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছেন আরলিং হলান্ডরাও। বিশ্ব ফুটবলের চোখ এখন নরওয়েজিয়ান এই তারকার দিকেই। ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তরুণ প্রায় অবিশ্বাস্য গতিতে গোলের সংখ্যা বাড়িয়ে চলেছেন। হ্যাটট্রিক করেছেন ম্যানসিটির আগের ম্যাচেই (লিগের ম্যাচে ম্যানইউর বিপক্ষে)। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও আছেন দারুণ ছন্দে। গত দুই ম্যাচেই করেছেন তিন গোল। আজ নিজেদের তৃতীয় ম্যাচে ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনের। আরলিং হলান্ডের দিকেই তাকিয়ে থাকবেন ম্যানসিটির সমর্থকরা।

ম্যানচেস্টার সিটি জি গ্রুপের শীর্ষে অবস্থান করছে। প্রথম দুই ম্যাচ জিতে তারা ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। এই গ্রুপে দুই নম্বরে আছে আরলিং হলান্ডের সাবেক ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। তারা আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব সেভিয়ার। সেভিয়া দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের তলানিতে অবস্থান করছে।

আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছেন মেসি- নেইমার-এমবাপ্পেরাও। তাদের দল পিএসজি মুখোমুখি হচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকার। এইচ গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে পিএসজি গ্রুপের শীর্ষে আছে। তবে সমান পয়েন্ট রয়েছে বেনফিকারও। এই গ্রুপের অপর ম্যাচে আজ জুভেন্টাস মুখোমুখি হবে ইসরাইলের ক্লাব ম্যাকাবাই হাইফার।

সর্বশেষ খবর