বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ফুটবলেও আসছে ফ্র্যাঞ্চাইজি লিগ

ক্রীড়া প্রতিবেদক

এবার ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের কথা ভাবছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিছুদিন আগে বলেছেন, স্পন্সর পেলে চলতি মৌসুম থেকে সাড়া জাগানো কোটি টাকার সুপার লিগ ফের শুরু করব। আশার কথা হচ্ছে দেশের একটি শীর্ষ কর্পোরেট হাউস স্পন্সর করতে আগ্রহ প্রকাশ করেছে। বাফুফের অফার যদি সন্তোষজনক হয় তাহলে স্পন্সর করতে কোনো সমস্যা হবে না। উল্লেখ্য ২০০৯, ২০১১ ও ২০১৩ সালে সুপার লিগ  আয়োজন করে। পরবর্তীতে অর্থের কারণেই তা থেমে যায়।

সালাউদ্দিনের ভাবনায় ফ্র্যাঞ্চাইজি লিগও আছে। কিন্তু অর্থের কারণে এত দিন তিনি কোনো উদ্যোগ নেননি। জানা গেছে সভাপতি বেশ কটি প্রতিষ্ঠানের সঙ্গে কথাও বলেছেন। তবে সাড়া পেয়েছেন কি না তা জানা যায়নি। এ ব্যাপারে দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘জনপ্রিয়তা ও মান উন্নয়নে ফুটবলে ফ্রাঞ্চাইজি লিগ হওয়া প্রয়োজন। বাফুফে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। ফুটবল উন্নয়নে আমরা কাজ করছি। ফ্র্যাঞ্চাইজি লিগে ভূমিকা রাখতে চাই। তবে নির্ভর করছে ফেডারেশনের উদ্যোগের উপর। আসল দায়িত্ব তো বাফুফের। তারা অফার লেটার পাঠালে গুরুত্ব সহকারে বিবেচনা করব।’

সর্বশেষ খবর