মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আমিরাতকে হারাতেই হবে নিগারদের

ক্রীড়া প্রতিবেদক

আমিরাতকে হারাতেই হবে নিগারদের

সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন। এবার পরিচিত পরিবেশে খেলা। ঘরের মাঠে খেলা হচ্ছে বলেই নারী টি-২০ এশিয়া কাপের চলতি আসরে ফেবারিট ছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে নারী এশিয়া কাপের সেমিফাইনাল অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশ্য ভারত ৯ উইকেটে থাইল্যান্ডকে হারালে সেরা চারে খেলার আশা টিকে আছে নিগার বাহিনীর। এজন্য আজ সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে। হারালে থাইল্যান্ডের সমান ৬ পয়েন্ট হবে নিগার বাহিনীর। কিন্তু রান রেট ও ‘হেড টু হেড’ লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবেন নিগাররা। এই শঙ্কা তৈরি হতো না, যদি গতকাল ডিএল মেথডে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে না যেতেন নিগাররা। অথচ টার্গেট ছিল ৭ ওভারে মাত্র ৪১ রান। ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে ৩৭ রানের বেশি করতে পারেনি। একই পরিস্থিতিতে ২০১৪ সালে এশিয়ান গেমসের ফাইনাল হেরে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে সোনা জিততে ৭ ওভারে টার্গেট ছিল ৪৩ রান। সালমারা সংগ্রহ করেছিল ৯ উইকেটে ৩৮ রান।

সর্বশেষ খবর