বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাকিবের হাতে চূড়ান্ত বিশ্বকাপ ব্রিগেড!

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের হাতে চূড়ান্ত বিশ্বকাপ ব্রিগেড!

গত টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের ওপেনিং জুটিতে নেই কোনো পঞ্চাশোর্ধ রান। লিটন দাস ছাড়া আর কোনো ওপেনার ধারাবাহিক নন। ঘুরিয়ে ফিরিয়ে মেক-শিফট ওপেনার খেলিয়ে চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজরা আস্থার প্রতিদান দিতে পারেননি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানে হারলেও টি-২০ বিশ্বকাপের মূল ব্রিগেড চূড়ান্ত হয়ে গেছে টাইগারদের। ওপেনিং জুটিও প্রায় চূড়ান্ত। লিটন ফিরেছেন ওপেনিংয়ে। ম্যাচের চমক ছিলেন সৌম্য দাস। প্রায় এক বছর ফিরে সৌম্য ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে স্বস্তি দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মাত্র ৪৪ বলে। তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশ আজ শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। নিউজিল্যান্ডের ৫ উইকেটের ২০৮ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান করে বাংলাদেশ। 

টি-২০ বিশ্বকাপ শুরু ১৬ অক্টোবর। বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভে। ২৪ অক্টোবর সাকিব বাহিনীর প্রথম ম্যাচ। বেশ কিছুদিন আগে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটারেরও নাম। কিন্তু সাকিব ও শ্রীধরন শ্রীরাম সন্তুষ্ট হতে পারেননি বলে তিন জাতির টুর্নামেন্টে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। মেক শিফট ওপেনার দিয়ে চেষ্টা করেছে জুটি গড়ার। অথচ আস্থাশীল ওপেনার পায়নি। তাই ফর্মে না থাকার পরও নাজমুল হোসেন শান্তকে দলভুক্ত করেছে। সৌম্যকে খেলিয়েছে। টিম ম্যানেজমেন্ট এখন লিটনের সঙ্গে নাজমুল শান্ত ও সৌম্যকে ভাবছে। ব্ল্যাক ক্যাপসদের কাছে হারের পর টাইগার অধিনায়ক সাকিব বিশ্বকাপে স্কোয়াড নিয়ে বলেন, ‘বিশ্বকাপে আমাদের দল কেমন হবে, সেটি আমাদের জানা। সেরা কম্বিনেশনটা বুঝতেই শুধু সবাইকে খেলার সুযোগ দিচ্ছি। একটি-দুটি জায়গায় হয়তো বদল আনতে চাইব। সত্যি বলতে কি, আমাদের হাতে খুব বেশি বিকল্পও নেই।’

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছিল টাইগাররা। ভ্রমণজনিত ক্লান্তির কারণে ওই ম্যাচ খেলেননি সাকিব। দ্বিতীয় ম্যাচে যোগ দেন সাকিব। নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে যায়। প্রথমটিতে হারে ৫ উইকেটে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে হারে ৪৮ রানে। অথচ ইনিংসের প্রথম ১০ ওভারের তুলনায় এগিয়েছিল সাকিব বাহিনী। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৮ রান। ১০ ওভারে করেছিল ৮৭ রান। সাকিব বাহিনীর প্রথম ১০ ওভারে সংগ্রহ ছিল ৯০ রান। ফ্লিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপসদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১২১ রান যোগ করে। কনওয়ে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন টাইগারদের বিরুদ্ধে। ৬৪ রান করেন ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায়। ম্যাচসেরা ফিলিপস ২৪ বলে ৬০ রান করেন।

২০৯ রানের টার্গেটে ৩.৩ ওভারে ২৪ রান যোগ করে শান্ত-লিটন জুটি। শান্ত ১১ রান করেন ১২ বলে। ছন্দে থাকা লিটন ২৩ রান করেন ১৬ বলে। সৌম্য ১৭ বলে ২৩ রান। আগের ম্যাচে ৭ নম্বরে ব্যাট করা সাকিব গতকাল খেলেন চারে।

সর্বশেষ খবর