শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সৌরভের জায়গায় রজার বিনি

ক্রীড়া ডেস্ক

সৌরভের জায়গায় রজার বিনি

বিসিসিআই সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি আরও একবার থাকতে পাববেন কি না, এ নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছিল দেশটির ক্রিকেট পাড়ায়। দেশটির সুপ্রিম কোর্ট গত মাসে রায় দেন, চাইলে আরও এক মেয়াদ থাকতে পারবেন। কিন্তু সৌরভ পুনরায় সভাপতি পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সৌরভের বিদায় নিশ্চিত। তাহলে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন? শোনা যাচ্ছে, ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য রজার বিনি বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি পদে বসছেন। সৌরভের বিদায় উসকে দিয়েছে ভারতের রাজনীতি। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপিতে যোগ দেননি বলে সৌরভকে সরে দাঁড়াতে হয়েছে। বিজেপি বলছে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। দায়িত্ব ছাড়ার পর গাঙ্গুলি মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘আপনি সারাজীবন ক্রিকেট খেলবেন না। সারাজীবন প্রশাসকও থাকতে পারবেন না। ক্রিকেটার ও প্রশাসক দুটোই ছিলাম। আমি মুদ্রার দুই দিকই দেখেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর