খাদের কিনারায় চলে গিয়েছিল শ্রীলঙ্কা। একটু এদিক সেদিক হলেই বিপদে পড়ে যেত। শেষ পর্যন্ত কুশলের ক্লিকে রক্ষা। এ যাত্রায় বেঁচে গেল এশিয়ার চ্যাম্পিয়নরা। ওপেনার কুশল মেন্ডিসের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে সকালে হেরে গেলেও বিকালে অন্য ম্যাচের ফল দেখে রাতে হোটেলে নিশ্চয়ই পার্টি করেছে…