শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আমিরাতের জয়ে স্বপ্নভঙ্গ নামিবিয়ার

ক্রীড়া প্রতিবেদক

আমিরাতের জয়ে স্বপ্নভঙ্গ নামিবিয়ার

জিতলেই সুপার টুয়েলভ। এমন সমীকরণের ম্যাচের চাপ নিতেই পারেনি নামিবিয়া। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে শেষ হয়ে গেছে আফ্রিকান দেশটির টি-২০ মিশন। অথচ জেরহার্ড এরাসমুসের নামিবিয়া ২০ ওভারের বিশ্বকাপ শুরু করেছিল অঘটনের জন্ম দিয়ে। আসরের প্রথম ম্যাচে দুরন্ত ক্রিকেট খেলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে এবং গতকাল আরব আমিরাতের কাছে ৭ রানে হেরে থেমে গেছে টি-২০ বিশ্বকাপ মিশন। উল্লেখ্য, নামিবিয়া টি-২০ বিশ্বকাপের গত আসরের সুপার টুয়েলভ খেলেছিল। বিপরীতে আমিরাত দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম জয় পেয়েছে। মরু রাজ্য প্রথমবার ২০ ওভারের বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালে। ২০ ওভারের বিশ্বকাপে টানা ৫ হারের পর আমিরাতের জয়ে ভাগ্য খুলেছে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে। টি-২০ বিশ্বকাপে ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে দেশটি। শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হারলেও টিকে গেছে সুপার টুয়েলভে নেদারল্যান্ডস। যদি নামিবিয়া জিতে যেত, তখন শ্রীলঙ্কা, নামিবিয়া ও নেদারল্যান্ডসের পয়েন্ট হতো সমান ৪। রান রেটে সুপার টুয়েলভে জায়গা নিত নামিবিয়া ও শ্রীলঙ্কা। বাদ পরত ডাচ বাহিনী। সুপার টুয়েলভে ২৪ অক্টোবর হোবার্টে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ। 

আমিরাত প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় নেদারল্যান্ডসের কাছে। দ্বিতীয় ম্যাচে ৭৯ রানে হেরে যায় দ্বীপরাষ্ট্রের কাছে। টানা দুই ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে যায় মরু দেশটির। গতকালের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। দুর্দান্ত ক্রিকেট খেলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আমিরাত।

 

সংযুক্ত আরব আমিরাত : ১৪৮/৩, ২০ ওভার ( মোহাম্মদ ওয়াসিম ৫০, রিজওয়ান ৪৩*, বাসিল হামিদ ২৫*। ডেভিড ওয়াইজি ১/২৭, বার্নার্ড শুলজ ১/২, শিকোঙ্গো ১/৮)।

নামিবিয়া : ৮/১৪১, ২০ ওভার ( ডেভিড ওয়াইজি ৫৫, রুবেল ট্রুমপেলম্যান ২৫*, জেরহার্ড এরাসমুস ১৬। বাসিল হামিদ ২/১৭, জহুর খান ২/২০)।

সর্বশেষ খবর