শিরোনাম
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভালো করার সুযোগ দেখছি : সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ভালো করার সুযোগ দেখছি : সাকিব

তাসমানিয়ার আবহাওয়া অফিস জানাচ্ছে, হোবার্টে আজ বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা ১০-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। কনকনে বাতাস বইবে। বাতাসের শীতের জলকণা থাকবে বলে তীব্র শীত অনুভূত হবে। বৈরী এই আবহাওয়ার চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রমাণে মরিয়া টাইগাররা। ডারওয়েন্ট নদীর মোহনায় ছবির মতো সুন্দর শহর হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে আজ সুপার টুয়েলভের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের কঠিন ব্যারিয়ার টপকে আসা নেদারল্যান্ডস। এই ম্যাচ দিয়ে ২০ ওভারের বিশ্বকাপের সুপার টুয়েলভ মিশন শুরু সাকিব বাহিনীর। ম্যাচের প্রতিপক্ষ স্কট এডওয়ার্ডসের ডাচ বাহিনী কিন্তু একেবারেই দুর্বল প্রতিপক্ষ নয়। দলটি প্রথম রাউন্ডে দুটি জয় নিয়ে সুপার টুয়েলভে এসেছে। আজকের ম্যাচে সাকিব বাহিনীর প্রতিপক্ষ দুটি। এডওয়ার্ডস বাহিনীর পাশাপাশি হোবার্টের প্রচন্ড ঠান্ডা। এমন শীতল পরিবেশকে পাশ কাটিয়ে নিজেদের সেরাটাই খেলতে চান টাইগার অধিনায়ক। সাকিব বিশ্বাস করেন এবারের বিশ্বকাপে টাইগারদের ভালো কিছু করার সম্ভাবনা উজ্জ্বল, ‘অধিনায়ক হিসেবে নিজের উপর বাড়তি কোনো চ্যালেঞ্জ নেই। আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি বাংলাদেশের হয়ে। যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই অত একটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’

নেদারল্যান্ডস একেবারে অপরিচিত নয়। বাংলাদেশ যখন আইসিসি খেলত, তখন নেদারল্যান্ডস ছিল প্রবল প্রতিপক্ষ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান দেশটির বিপক্ষে জয় আজকের অবস্থানে এনে দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ এখন টেস্ট খেলুুড়ে দেশ। নেদারল্যান্ডস এখনো আইসিসি সহযোগী দেশ। দলটির বিপক্ষে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। তাতে প্রতিপক্ষ হিসেবে ডাচরা কখনোই ছাড় দেয়নি। ২০১৬ সালের পর গত ৬ বছরে দেশটির বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি টাইগাররা। ৩টি টি-২০ ম্যাচের শেষটি খেলেছিল ২০১৬ সালে বিশ্বকাপে। ধর্মশালার ওই ম্যাচে ৮ রানে জিতেছিলেন সাকিবরা। ২০১২ সালে দুই দেশ দুই ম্যাচের সিরিজ খেলেছিল। সেবার উভয়েই একটি করে ম্যাচ জিতেছিল। পরিসংখ্যানের হিসাবে আজকের ম্যাচে লড়াই হবে তাই সমানে সমানে।

গত বিশ্বকাপের পর ছন্দে নেই টাইগাররা। ১৯ ম্যাচে জয় সাকল্যে ৪টি। বিগত ম্যাচগুলোতে উল্লেখ করার মতো পারফরম্যান্স ছিল না ওপেনিং জুটির। নতুন বলের জুটি খুঁজে পেতে ১৯ ম্যাচে ১২টি ওপেনিং জুটি খেলিয়েছেন টিম ম্যানেজমেন্ট। নেই পঞ্চাশোর্ধ রানের জুটি। তাই আজকের ম্যাচে ডাচ বাহিনী ও আবহাওয়ার পাশাপাশি চিন্তার আরেক নাম ওপেনিং জুটিও। কোন দুজন খেলবেন ওপেনে? তালিকায় লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার রয়েছেন। কে ওপেন করবেন, গতকাল হোবার্টে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে বিরক্ত হয়েছেন টাইগার অধিনায়ক সকিব, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতব?’ ওপেনার লিটনের প্রশ্ন  করতেই সাকিব বিরক্তির কণ্ঠে বলেন, ‘আপনি যেভাবে বলছেন, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনাকে রাখতে হবে...।’ 

সর্বশেষ খবর