মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপের মধ্যে ঢাকায় হকি উৎসব

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় চলছে ক্রিকেটের টি-২০ বিশ্বকাপ। আগামী মাসে কাতারে বসবে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবলের আসর। এর মধ্যে বাংলাদেশে দেখা মিলবে হকির ঝলক। ২৮ অক্টোবর থেকে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি হকি লিগের। প্রথমবারের মতো ঘরোয়া হকিতে এত বড় আয়োজন হতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপই এগিয়ে এসেছে দেশের হকি জাগাতে। তাদের অঙ্গ প্রতিষ্ঠান এইসের পৃষ্ঠপোষকতায় হকিপ্রেমীদের স্বপ্ন পূরণ হতে চলেছে। ক্রিকেটের পর হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। মূলত বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান এবং টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক ইশতিয়াক সাদেকের প্রচেষ্টায় স্বপ্নের এ আসর মাঠে গড়াবে।

উদ্বোধনী ম্যাচে সাইফ পাওয়ার খুলনা খেলবে একমি চট্টগ্রামের বিপক্ষে। একই দিনে মাঠে নামবে মোনার্ক মার্ট ও রূপায়ন সিটি। ছয় ফ্র্যাঞ্চাইজিই প্রস্তুতিতে নেমে গেছে। বিদেশি কোচ ও খেলোয়াড়রা ঢাকায় এসেছে। এর মধ্যে আলোচিত নাম পাকিস্তানের শাহবাজ আহমেদ।

সর্বশেষ খবর