বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রথম দিন টার্ফে নামছে সাকিবের দল

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিন টার্ফে নামছে সাকিবের দল

আয়োজনের সবকিছু সম্পন্ন। শুক্রবার বাংলাদেশের হকির নতুন জাগরণ ঘটবে। সেদিন পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি হকি লিগের। বসুন্ধরা গ্রুপের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইসের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এ আসর গড়াবে। সাকিব আল হাসান অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলছেন। আর ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল মোনার্ক মার্ট টার্ফে নামবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে রাত আটটায় তাদের প্রতিপক্ষ রূপায়ন সিটি কুমিল্লা। তার আগে সন্ধ্যা ৬টায় সাইফ পাওয়ার খুলনা লড়বে একমি চট্টগ্রামের বিপক্ষে। ছয়টি দল ডাবল লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে খেলবে। প্রথম পর্ব শেষ হবে ১২ নভেম্বর। প্রথম পর্বের শীর্ষ চার দল খেলবে পরের রাউন্ডে। শীর্ষে দুই দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। যারা জিতবে তারা সরাসরি ফাইনালে যাবে। হেরে যাওয়া দল আরেকটি সুযোগ পাবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যকার এলিমিনেটর জয়ী দলের সঙ্গে। ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। ২৬ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি লিগের ট্রফি উন্মোচন করা হবে।

সর্বশেষ খবর