রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভালো টি-২০ দল গড়ার লক্ষ্য শ্রীরামের

ক্রীড়া প্রতিবেদক

ফিনিক্স পাখির মতো পুনরুজ্জীবন ঘটছে জিম্বাবুয়ে ক্রিকেটের! এক সময়কার পরাক্রমশালী ক্রিকেট দলটি স্মৃতির খেরো খাতায় নাম লিখে ফেলেছিল। খাঁদের কিনারায় চলে দেশটিকে সঠিক ট্রাকে তুলে আনতে হাল ধরেন সাবেক তারকা ক্রিকেটাররা। তাদের দেখানো পথে চলতি টি-২০ বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিনের জিম্বাবুয়ে সুপার টুয়েলভে আজ মুখোমুখি হবে বাংলাদেশের। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টিকে থাকতে সাকিব বাহিনীর জয়ের বিকল্প নেই। জিম্বাবুয়েকে হারাতে টাইগারদের পরিকল্পিত ক্রিকেট খেলার পরিকল্পনা কষেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে খেলতে পারলে ভালো কিছু সম্ভব বলেন শ্রীরাম, ‘আমি মনে করি নিজেদের পরিকল্পনায় পরিষ্কার থাকতে হবে এবং নির্দিষ্ট দিনে সেটি বাস্তবায়নে মন দিতে হবে। ম্যাচের ছোট ছোট ধাপের কথা চিন্তা করতে হবে। যদি আমরা ছোট ছোট ধাপগুলো জিততে পারি, তাহলে নিশ্চিতভাবেই ভালো একটি ম্যাচ খেলতে পারব।’ ব্রিসবেনের ওলনগাব্বা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবেন সাকিবরা। ব্রিসবেনে এই প্রথম খেলবে বাংলাদেশ।  

বাংলাদেশ নিয়মিত ওয়ানডে বিশ্বকাপ খেলছে ১৯৯৯ সাল থেকে। ২০০৭ সাল থেকে খেলছে টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের দ্বিতীয় রাউন্ডে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে আর জয় পায়নি। চলতি আসরের প্রথম ম্যাচেই ৯ রানে হারায় নেদাল্যান্ডসকে। জিতলেও ছন্দহীন ক্রিকেট খেলছে টাইগার বাহিনী। শ্রীরামের বিশ্বাস বাংলাদেশকে একটি শক্তিশালী টি-২০ দল হিসেবে গড়া সম্ভব, ‘আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করার চেষ্টা করছি। খেলোয়াড়রা জানে বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায় এবং কোথায় যেতে চায়। আমার মনে হয় সেই ভিতটা গড়া হয়েছে। আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি। যেখানে দক্ষতাসম্পন্ন খেলোয়াড়রা আছে।’

সর্বশেষ খবর