শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অসিদের কাঁপিয়ে দিলেন রশিদ

ক্রীড়া প্রতিবেদক

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাতে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। যেকোনো ফরম্যাটের ক্রিকেটে রানটি পাহাড় ডিঙানোর সমান! কঠিন সেই কাজটি করতে চেষ্টা করেন রশিদ খান। দুই চার ও এক ছক্কায় ১৭ রান তুলে নেন। কিন্তু অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া টার্গেট ১৬৯ রান টপকাতে না পেরে হেরে যায় আফগানিস্তান। ৪ রানের কষ্টার্জিত জয়ে অস্ট্রেলিয়া গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে। কিন্তু দলটির রান রেট -০.১৭৩। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয়ে +২.১১৩ রান রেট নিয়ে সবার আগে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও নিশ্চিত নয় সেমিফাইনাল। এ জন্য অপেক্ষা করতে হবে আজকের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর। সিডনিতে যদি আজ জশ বাটলাররা জিতে যান, তাহলে পয়েন্ট সমান হলেও রান রেটে অস্ট্রেলিয়া বিদায় নেবে আসর থেকে। যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা নেবে সেমিফাইনালে। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে তখন আর কোনো সমস্যা থাকবে না অস্ট্রেলিয়ার। এডিলেডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করে। অ্যারন ফিঞ্চের জায়গায় দায়িত্ব পাওয়া মিচেল মার্শ ৪৫ রান করেন ৩০ বলে। ম্যাচসেরা গ্লেন ম্যাক্সওয়েল ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৩৪ বলে ৬ চার ও ২ ছক্কায়। নাভিন উল হক ৩টি এবং ফজল ফারুকি ২ উইকেট নেন। ১৬৯ রানের টার্গেটে আফগানিস্তান সংগ্রহ করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান। গুলবদিন নাইব ৩৯ রান করেন ২৩ বলে। রশিদ ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায়।

সর্বশেষ খবর