শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জিতলেই সেমিতে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই সেমিতে ইংল্যান্ড

গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে রান রেটে সবার আগে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপরা। দ্বিতীয় দলের রেসে রয়েছে টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। গ্রুপে অস্ট্রেলিয়ার খেলা শেষ। ৫ ম্যাচে তিন জয় ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলটির রান রেট -০.১৭৩। সমান ম্যাচে ৭ পয়েন্ট পেলেও নিউজিল্যান্ডের রান রেট +২.১১৩। ইংলিশদের রান রেট +০.৫৪৭। জশ বাটলারের ইংল্যান্ড গ্রুপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে। সিডনিতে দিনের একমাত্র ম্যাচটিতে ইংলিশদের প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন দাসুন শানাকার শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের পর দ্বিতীয় হিসেবে সেমিতে খেলতে ইংল্যান্ডকে শুধু জিতলেই হবে। হারলে অস্ট্রেলিয়া উঠে যাবে সেমিতে। জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে আকাশসমান চাপ নিয়ে খেলতে নামবে বাটলার বাহিনী। শানাকা বাহিনী থাকবে রিল্যাক্স মুডে।

বাটলার বাহিনী ২০ ওভারের বিশ্বকাপ শুরু দারুণ এক জয়ে। পার্থে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ নবির আফগানিস্তানকে হারায় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে হোঁচট খান বাটলাররা। প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির ধাক্কায় ডাক ওয়ার্থ লুইস স্ট্যান ম্যাচে হেরে যায় ৫ রানে। প্রতিবেশী আয়ারল্যান্ডের কাছে বিশ্বকাপে হারের রেকর্ড এর আগেও রয়েছে ইংলিশদের। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল ইংল্যান্ড।

সর্বশেষ খবর