সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মিডল অর্ডারদের দায়ী করলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

মিডল অর্ডারদের দায়ী করলেন শান্ত

ম্যাচ হারলেই আম্পায়ারের ভুল বা দোষ খুঁজে বের করব সেই ধরনের ক্রিকেটার আমি নই। পাকিস্তানকে হারালেই আমরা টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে চলে যেতাম। পারিনি, হেরে গেছি। এর পেছনে একটাই কারণ আমরা খারাপ খেলেছি। কথাগুলো বললেন, নাজমুল হাসান শান্ত। যিনি ৪৮ বলে দলের সর্বোচ্চ ৫৪ রান করেছেন। শান্ত বলেন, আর যাই বলুক না কেন পাকিস্তানের মতো শক্তিশালী দলকে ১২৮ রানের টার্গেট দিয়ে ম্যাচ জেতা যায় না। সাকিব ভাইয়ের এলবিডাব্লিউ আউট নিয়ে বিতর্ক উঠেছে। সত্যি বলতে কি আমার কাছে মনে হয়েছে সাকিব ভাই আউট ছিলেন না। ব্যাটে হালকা স্পর্শ বল প্যাডে লেগেছিল। সিদ্ধান্ত আম্পায়ারের। এর ওপর কিছু বলার নেই। কিন্তু সাকিব ভাই সাজঘরে যাওয়ার পরত অনায়াসে ১৪০ বা ১৫০ রানের টার্গেট দেওয়া যেত। সাকিব ভাইয়ের বিতর্কিত আউটে বাকিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তাও বিশ্বাস করি না। শান্ত বলেন, মিডল অর্ডাররা ভালো ব্যাটিং করতে পারেনি বলেই মামুলি টার্গেট দেওয়া হয়। আম্পায়ারের এক ভুলের কারণেই বাংলাদেশ বিদায় নিয়েছে। তা আমি কোনোভাবে বলব না।

সর্বশেষ খবর