মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিতর্কে ভরা বিশ্বকাপ

বিতর্কে ভরা বিশ্বকাপ
আইসিসি টি-২০ বিশ্বকাপে এবার বিতর্ক পিছু ছাড়ছেই না। কখনো ভুল আউট। কখনো ৫ বলে ওভার। কখনো খেলোয়াড়ের অনুরোধে নো বল ডাকা। আম্পায়ারদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক চলছে বিশ্বকাপে।

 

পাকিস্তানকে সেমিতে নিতে সাকিবের বিতর্কিত আউট!

অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। জিতলেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করতে পারতেন সাকিব আল হাসানরা। এমন মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে চরম অবিচারের শিকার হলেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটে বল লাগার পরও তাকে আউট দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সাকিব। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। তার দাবি ছিল, বল ব্যাটে লাগেনি। আলটা এজে যে চিহ্ন দেখা গেছে তা মাটির সঙ্গে ব্যাটের সংঘর্ষের ফলে হয়েছে। অথচ স্পষ্টই দেখা যাচ্ছিল মাটিতে ব্যাট স্পর্শ করেনি। ভক্তদের ধারণা পাকিস্তানকে সেমিতে নিতে সাকিবকে বিতর্কিত আউট দেওয়া হয়েছে।

 

পাকিস্তানের বিরুদ্ধে অঘোষিত কোয়ার্টার ফাইনালে ম্যাচের মহা গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসানকে বিতর্কিতভাবে আউট দেন আম্পায়ার। মাঠের আম্পায়ার ভুল করতেই পারেন। কিন্তু টিভি আম্পায়ার কীভাবে এমন সিদ্ধান্ত দিলেন তা দেখে রীতিমতো বিস্মিত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার কিংবদন্তি কোচ টম মুডি। তিনি বলেন, ‘সাকিব নট আউট, এটা কোনোক্রমেই আউট ছিল না। আম্পায়ার কীভাবে এমন সিদ্ধান্ত দেন- আমি  বুঝতে পারি না?’

 

কোহলির ফেক ফিল্ডিং, উদাসীন আম্পায়ার

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংস চলাকালীন নাটকীয় কা  ঘটান বিরাট কোহলি। অক্ষর প্যাটেলের বলে রান নিতে যান লিটন। সে সময় আর্শদ্বীপ বল ফেরত পাঠানোর আগেই কোহলি বল কুড়িয়ে ছুঁড়ে মারার ভঙ্গি করেন। মাঠের দুই আম্পায়ার ইরাসমাস ও ব্রাউন এই ঘটনায় নজর দেননি। ম্যাচের পর এই নিয়ে বিতর্ক শুরু হয়। আইসিসির নিয়মে এই ধরনের ঘটনায় ৫ রানের পেনাল্টি দেওয়ার বিধান আছে। বাংলাদেশ সেই ম্যাচে ভারতের কাছে ঠিক পাঁচ রানেই হেরেছিল।

 

ল্যাংটন রুসেরে কান্ডের শেষ নেই!

জিম্বাবুয়ের ৩৭ বছর বয়সী আম্পায়ার ল্যাংটন রুসেরে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে একের পর এক ভুল করেই চলেছেন তিনি। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে দিয়েছেন ৫ বলের ওভার। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায়ও নিশ্চিত নটআউটকে আউট দিয়ে দেন তিনি। তবে তার ভুলের গণনা এখানেই শেষ নয়। এর আগেও বহু ভুলের চিহ্ন রেখে এসেছেন তিনি। ২০২০ সালে ভারত-নিউজিল্যান্ড সিরিজে বেশ কিছু ভুল করেছেন তিনি। সেই সিরিজে নিশ্চিত আউট হওয়ার পরও আউট দেননি মায়াঙ্ককে। আবার আউট না হওয়ার পরও আউট দিয়ে দেন হেনরি নিকোলসকে!

 

ভারত-পাকিস্তান ম্যাচে নো বল বিতর্ক

ভারত-পাকিস্তান ম্যাচের চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তটি আসে। জয়ের জন্য ভারতের তখন প্রয়োজন ১৩ রান। হাতে মাত্র ৩ বল। নেওয়াজ ওভারের চতুর্থ বলটি ফুলটস করেন। কোহলি ছক্কা হাঁকান। এগিয়ে আসা কোহলির কোমর সমান উচ্চতায় ছিল বল। ছক্কা হাঁকানোর পর কোহলি আম্পায়ারকে নো বল ডাকার অনুরোধ জানান। দুই ফিল্ড আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনার পর নো বল ডাকেন। পাকিস্তানের ক্রিকেটাররা এতে আপত্তি জানালেও কাজ হয়নি। এরপর ফ্রি হিট নিয়েও বিতর্ক হয়। ফ্রি হিটে বোল্ড হন কোহলি। এরপরও দৌড়ে রান নেন। পাকিস্তান দাবি করে, বোল্ড হওয়ার পর বল ডেড হয়ে গেছে। এরপর রান হয় কী করে!

 

বলের ওভার

এক ওভারে বেশি বল হওয়ার ঘটনা আগেও ঘটেছে। ৭ বলের ওভার দেখা গেছে। তবে ৫ বলের ওভার! বিরল এক দৃষ্টান্তই স্থাপন করলেন ল্যাংটন রুসেরে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংসে চতুর্থ ওভারে এক বল বাকি থাকতেই ওভার ডেকে দেন এই জিম্বাবুয়ের আম্পায়ার। সবাই অবাক হয়ে যান। টিভি আম্পায়াররা বারবারই বলতে থাকেন এই ঘটনার কথা। তবে এক বল কম খেলেও সেই ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর