মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

‘বাংলাদেশের ক্রিকেটারদের মনোবিদ দেখানো উচিত’

ক্রীড়া ডেস্ক

‘বাংলাদেশের ক্রিকেটারদের মনোবিদ দেখানো উচিত’

পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, তিনি বাংলাদেশ দলের অধিনায়ক কিংবা কোচ হলে ক্রিকেটারদের মনোবিদ দেখানোর ব্যবস্থা করতেন। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে আকরামের ভাষ্য, ‘এই অবস্থার জন্য বাংলাদেশই দায়ী। তাদের দায় নেওয়া উচিত। ক্রিকেটারদের দ্রুত মনোবিদের শরণাপন্ন করা উচিত। একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৭৩ রান। তখন ওপেনার শান্ত ৫৪ রানে অপরাজিত ছিল। এই অবস্থায় তাদের স্কোর ১৬০ রান হওয়ার কথা। কিন্তু শান্ত অযথাই ইফতেখারকে মারতে গিয়ে আউট। এই অবস্থায় যদি সিঙ্গেলও নিত তাদের অন্তত ১৫৫ রান হতো।’

আকরাম মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা আরও সতর্কভাবে খেলতে পারত শাহিন আফ্রিদিকে। সতর্ক না হওয়ার কারণেই ভরাডুবি। আকরাম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি দেখবেন একজন নির্দিষ্ট বোলার বল করতে আসছে এবং আপনি জানেন যে প্রতিপক্ষ অধিনায়ক তাকে উইকেট নেওয়ার জন্য বোলিংয়ে এনেছে, তখন আপনি শট খেলতে পারেন না। কেবল ওই নির্দিষ্ট ওভারগুলোতে স্ট্রাইক অদলবদল করতে হবে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা মনস্থির করল তারা তাকে ও কেবল শাহীনকে মেরে খেলবে।’

সর্বশেষ খবর