মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নকআউটের শুরুতেই পিএসজি-বায়ার্ন লড়াই

ক্রীড়া ডেস্ক

নকআউটের শুরুতেই পিএসজি-বায়ার্ন লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হলো গতকাল। শেষ ষোলোতেই দেখা হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের। গতবার ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪ নম্বর শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। সেই হারের প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ এসেছে লিভারপুলের সামনে।

নকআউট পর্বের শুরুতে সবচেয়ে কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে দুটো দলই শিরোপার দাবিদার। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে দল দুটি। ছয় ম্যাচে বায়ার্ন করেছে ১৮ গোল। পিএসজির গোল সংখ্যা ১৬টি। একদিকে মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজি। অন্যদিকে ম্যানুয়েল নিউয়ার-সাদিও মানেদের বায়ার্ন মিউনিখ। নকআউট পর্বের শুরুতেই এক কঠিন লড়াই দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। দুই দল এর আগে ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়বার জয় পেয়েছে পিএসজি। পাঁচবার জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তবে ২০১৯-২০ মৌসুমের ফাইনালে বায়ার্নের কাছে ১-০ গোলের পরাজয় পিএসজির জন্য বড় দুঃখ হয়ে আছে এখনো। সেই পরাজয়ের একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে পিএসজির সামনে। মেসিকে নিয়ে এবার কী বায়ার্নকে হারাতে পারবেন নেইমার-এমবাপ্পেরা!

সর্বশেষ খবর