মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারসাম্যপূর্ণ দল গড়েছে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের চোখ ট্রফিতেই। শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমে ব্যালেন্সড দল গড়েছে শেখ রাসেল। গতকাল ছিল দেড় মাসব্যাপী ফুটবল দলবদলের শেষ দিন। এদিন দেশি-বিদেশি মিলিয়ে ২৬ ফুটবলারের নাম নিবন্ধন করেছে দলটি। শেখ রাসেলের এবার বড় চমক হচ্ছে জামাল ভূঁইয়া। পাঁচজন বিদেশির নাম নিবন্ধন করা যাবে। খেলতে পারবেন চারজনই। অবশ্য গতকাল শেখ রাসেল নাইজেরিয়ার এমফন সানডে উদোহ, উজবেকিস্তানের তিমুর তালিপ, আইভরিকোস্টের চালর্স দিদিয়ের ও নাইজেরিয়ার এমপিয়া মাপুকুর নাম নিবন্ধন করে।

হেড কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘দেশি ও বিদেশি মিলিয়ে শেখ রাসেল ব্যালেন্সড দল গড়েছে। স্বাধীনতা কাপকে আমি দলের প্রস্তুতি হিসেবেই দেখছি। এখানে পারফরম্যান্স যাচাই করে পেশাদার লিগের জন্য সেরাদেরই বেছে নেব।’

সর্বশেষ খবর