মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদরা। টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে পাকিস্তানকে শুধু হারালেই হতো বাংলাদেশের। সেই সুযোগটি নষ্ট করেছে বাজে ব্যাটিং করে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হারে স্বপ্ন ভেসে গেছে তাসমান সাগরে। ২০ ওভারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব বাহিনীর। বিশ্বকাপ শেষ করে পরশু রাতে ঢাকার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছেড়েছে ক্রিকেটাররা। গতকাল রাত পৌনে ১১টায় অ্যাডিলেড থেকে সিঙ্গাপুর এয়ারওয়েজে ঢাকায় পৌঁছার কথা টাইগারদের। দলের সঙ্গে ফিরছেন না অধিনায়ক সাকিব আল হাসান, সহ অধিনায়ক নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। আসছেন না কোচিং স্টাফও। সাকিব অস্ট্রেলিয়া থেকে উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে পরে দেশে ফিরবেন। সোহান ও মিরাজ আরও কিছুদিন অস্ট্রেলিয়ায় ছুটি কাটাবেন। কোচিং স্টাফদের ছুটি। ফলে সবাই নিজ নিজ দেশে ফিরে যাবেন। বিশ্বকাপ শেষ। এখন প্রস্তুতি ভারত সিরিজের। ডিসেম্বরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলতে আসবেন দুটি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরামের চুক্তি শেষ। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি ছিল। এখন বিসিবি তার সঙ্গে চুক্তি করবে কিনা এখনো নিশ্চিত করেনি। তবে ঘনিষ্ট সূত্র জানাচ্ছে, শ্রীরামকে টি-২০ ক্রিকেটের জন্য ভাবছে  ক্রিকেট বোর্ড।

সর্বশেষ খবর