বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লড়াই গতি বনাম নিখুঁত ব্যাটিং

আসিফ ইকবাল

লড়াই গতি বনাম নিখুঁত ব্যাটিং

অংক কিংবা পারফরম্যান্স নয়- পরিসংখ্যান এবং ইতিহাস সাহস জোগাচ্ছে পাকিস্তানকে। দুই দল ওয়ানডে ও টি-২০ মিলিয়ে বিশ্বকাপের যে কোনো আসরের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩ বার। পাকিস্তানের সাফল্য শতভাগ। আরেক বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের জয় দুবার। সব মিলিয়ে বৈশ্বিক আসরে ৫ বার খেলেছে সেমিফাইনাল দুই দল। তাতে পাকিস্তানের ৩ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড ২ বার। টি-২০ বিশ্বকাপে এবার দ্বিতীয়বার সেমিফাইনাল খেলবে দুই দল পরস্পরের বিপক্ষে। এর আগে ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দুইবার এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার। টি-২০ বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত খেলতে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রথম সেমিফাইনাল খেলবে পাকিস্তান। বাবর আজমের পাকিস্তান যদি হারাতে পারে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে, তাহলে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ফের ফাইনালে উঠবে এক যুগ পর। দলটি সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০১০ সালে। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড একবার ফাইনাল খেলেছে, ২০২১ সালে। উইলিয়ামসন বাহিনী অলআউট ক্রিকেট খেলে যদি জয় পায়, তাহলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে। পরিসংখ্যান ও ইতিহাসের বিচারে পাকিস্তান এগিয়ে ঠিকই, কিন্তু  ১৭৪ বছরের পুরনো স্টেডিয়ামের ২২ গজের উইকেটে লড়াই হবে পাকিস্তানের পেসারদের গতির বিরুদ্ধে নিউজিল্যান্ডের উপরের সারির ব্যাটারদের। লড়াই হবে নিউজিল্যান্ডের সুইং বোলারদের বিরুদ্ধে পাকিস্তানের ছন্দহীন উপরের সারির ব্যাটারদের। 

সিডনির হার্ড অ্যান্ড বাউন্সি উইকেটে ব্ল্যাক ক্যাপসদের উপরের সারির ব্যাটার গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, উইলিয়ামসন, ফ্লিন অ্যালেনদের জোর লড়াই হবে শাহিন আফ্র্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিমদের গতির বিরুদ্ধে। বিপরীতে ছন্দ হারিয়ে বাবর, মোহাম্মদ রিজওয়ান,  মোহাম্মদ হারিস, ইফতেখারদের লড়াই হবে দুই কিউই সুইং বোলার ট্রেন্ট বুল্ট ও টিম সাউদির বিরুদ্ধে। অতীতকে পেছনে ফেলে লড়াই হবে সেয়ানে সেয়ানে।

ইতিহাস ঠিক রাখতে পাকিস্তানের পক্ষে আজ ব্যাট হাতে জ্বলে উঠতে হবে অধিনায়ক বাবর ও রিজওয়ানকে। বাবর ৫ ম্যাচে রান করেন ৩৯ এবং রিজওয়ান রান করেছেন ১০৩ রান। পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন বিশ্বাস করেন পাকিস্তান এখনো সেরাটা খেলেনি, ‘পাকিস্তান এখন সেরা খেলাটা খেলেনি।’ পাকিস্তান সুপার টুয়েলভে দুটি ম্যাচ হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। দলটির ব্যাটিং কোচ পাকিস্তানের ‘রোলার কোস্টার’ যাত্রাটা পছন্দ করেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, যাত্রাটা রোলার কোস্টারের মতো। তবে আমার মনে হয় না অন্য কোনোভাবে এটা আমি চাইতাম। কারণ, গত বিশ্বকাপের সুপার টুয়েলভে অপরাজিত ছিলাম এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়া আমাদের হারিয়ে দেয়। এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ আসরে ৪ ম্যাচে ৬.৩৫ স্ট্রাইক রেটে ৭ উইকেট নেওয়া ব্ল্যাক ক্যাপস পেসার টিম সাউদি পাকিস্তানকে হালকা মেজাজে নিচ্ছেন না, ‘ইদানীংকালে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি। আমরা জানি, তারা কতটা বিপজ্জনক দল। তাদেরকে হালকা মেজাজে নেওয়ার কোনো কারণ নেই।’    

২০ ওভারের বিশ্বকাপের প্রথম আসরে ফাইনাল খেলেছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন হতে পারেনি চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে। তবে ফাইনালে উঠেছিল সেমিফাইনালে লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে। ১৫ বছর আগে কেপটাউনের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। উমর গুল ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। ৭ বল হাতে রেখে পাকিস্তান ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল ইমরান নাজিরের ৫৯ রানে ভর করে।

সর্বশেষ খবর