শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হায় কোহলি, তবুও বিদায়!

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের মাইলফলক গড়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

হায় কোহলি, তবুও বিদায়!

ভারতকে গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের লজ্জাজনক হার উপহার দিয়েছেন জশ বাটলার, অ্যালেক্স হেলসরা। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল অ্যাডিলেডে ভারতের ১৬৮ রান টপকে গেছে ইংল্যান্ড বিনা উইকেটে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এতো বড় ব্যবধানে হার রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। ভারত ফাইনাল খেলতে ব্যর্থ হলেও ব্যাট হাতে সফল বিরাট কোহলি। বিশাল ব্যবধানে হারের ম্যাচেও রান করেছেন। খেলেছেন ৫০ রানের মনোমুগ্ধ এক ইনিংস। হাফসেঞ্চুরির ইনিংস খেলার পথে গড়েছেন অসাধারণ এক মাইলফলক। টি-২০ বিশ্বকাপের চলতি আসরে চতুর্থ হাফসেঞ্চুরি করেন তিনি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলার পথে  মাইলফলকটি গড়েন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০০ রান করেছেন।

গতকাল অ্যাডিলেডে খেলা শুরু করেছিলেন ১১৪ ম্যাচের ১০৬ ইনিংসে ৩৯৫৮ রান নিয়ে। ম্যাচ শেষে কোহলির রান এখন ১১৫ ম্যাচের ১০৭ ইনিংসে ৪০০৮। ভারতের সাবেক অধিনায়কের স্ট্রাইক রেট ১৩৭.৯৬। সেঞ্চুরি একটি এবং হাফসেঞ্চুরি ৩৭টি। শূন্য করেছেন ৪ বার। ছক্কা মেরেছেন ১১৭টি এবং চার মেরেছেন ৩৫৬টি। দুইয়ে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রান ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে ৩৮৫৩। মার্টিন গাপটিলের রান ১২২ ম্যাচে ৩৫৩১ রান। বাংলাদেশের সাকিব আল হাসানের রান ১০৯ ম্যাচে ২২৪৩ রান।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর