শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বেনজেমাকে নিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

বেনজেমাকে নিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স দল ঘোষণা করেছে। গতকাল কোচ দিদিয়ের দেশম ২৫ জনের তালিকা জমা দেন। বাকি ১ জনের নাম ঘোষণা হবে ১৪ নভেম্বর। ইনজুরির কারণে পলপগবা দলে নেই। এনগেনো কাস্তেরও ঠাঁই হয়নি। তারপরও শক্তিশালী দল নিয়ে কাতার উড়ে যাবে। ২০১৪ সালের পর করিম বেনজেমা বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন। অবশ্য ব্যালন ডিআর জেতা এ ফুটবলারের বিশ্বকাপে জায়গা হচ্ছে তা নিশ্চিতই ছিল। কিলিয়ান এম বাপ্পে, জিরুভ, ভায়ানের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও দলে রয়েছেন। প্রথমবারের বিশ্বকাপে ডাক পেয়েছেন কামাভিঙ্গা ও চুয়োমানি।

১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের এবারও লক্ষ্য শিরোপা। সংবাদ সম্মেলনে কোচ দেশম বলেন, ‘কাতার বিশ্বকাপে সেরাদের নিয়েই দল গড়া হয়েছে। এই দল শিরোপা জেতার সামার্থ্য রাখে। শুধু ফ্রান্স নয় অনেক দেশই কাতার বিশ্বকাপে নতুন পরিবেশে খেলবে। কেননা জুনে বিশ্বকাপ হলেও এবার হচ্ছে নভেম্বরে। অবশ্য এটা কোনো সমস্যা দেখছি না। ফ্রান্স সেরা খেলাটা দিতেই প্রস্তুত। পগবা ও কাস্তের না থাকাটা দলের জন্য সমস্যা না? এ ব্যাপারে দেশম বলেন, ‘দুজনই উঁচুমানের খেলোয়াড়। কিন্তু ইনজুরিও তো ফুটবলের অংশ। আমি তো কোনো সমস্যা দেখছি না।’

সর্বশেষ খবর