শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

‘এই হারের দায় বোলারদের’

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ শুরুর আগে এমন হারের কথা ভাবতেই পারেননি রোহিত শর্মা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ভারতীয় ক্রিকেটাররা। অ্যাডিলেড ওভালে ১০ উইকেটের আকাশসমান ব্যবধানে হেরেছে। এমন হারের পর কেঁদেছেন ভারতীয় অধিনায়ক। পাসে বসে তাকে সান্ত্বনা দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। আকাশসমান ব্যবধানে হারের পর বোলারদের দুষলেন ভারতীয় কোচ, ‘অ্যাডিলেডের উইকেট এমন ছিল না, যেখানে প্রতিপক্ষ ১৬ ওভারের মধ্যে ম্যাচ জিতে বেরিয়ে যাবে।’ পুরোপুরি ব্যাটিং সহায়ক না হলেও অ্যাডিলেডের উইকেটে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮ রান করে ভারত। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই লড়াকু স্কোর গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কোহলি ৫০ রানের ইনিংস খেলেন ৪০ বলে ৪ চারে। পান্ডিয়া ৬৩ রান করেন মাত্র ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায়। ১৬৯ রান সহজেই টপকে যায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৪ বল হাতে রেখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর