শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৯২-এর পাকিস্তানের সঙ্গে বাবরদের দারুণ মিল

ক্রীড়া প্রতিবেদক

৯২-এর পাকিস্তানের সঙ্গে বাবরদের দারুণ মিল

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ৩০ বছর আগে মেলবোর্নে পাকিস্তান বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। তিন দশক পর সেই মেলবোর্নেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের অন্যতম সদস্য ছিলেন রমিজ রাজা। যিনি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। পিসিবি সভাপতি সমালোচনা করেছেন শত কোটি ডলারের আইপিএলের, ‘শত কোটি ডলারের টি-২০ লিগের ক্রিকেটারদের চেয়ে তাহলে পাকিস্তানি ক্রিকেটাররা ভালো।’ প্রথম সেমিফাইনালে পাকিস্তান ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। ইংল্যান্ড ১০ উইকেটে হারায় ভারতকে।  অবশ্য পিসিবি সভাপতি এবারই প্রথম ভারতীয় ক্রিকেটকে খোঁচা দেননি। বিশ্বকাপ শুরুর আগেও সমালোচনা করেছিলেন ভারতীয় ক্রিকেটের, ‘আমাদের সবারই উচিত, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের কৃতিত্ব দেওয়া। পাকিস্তান গত টি-২০ বিশ্বকাপে শত কোটি ডলারের লিগ খেলা ভারতীয় দলকে হারিয়েছিল।’ ১৯৯২ সালের বিশ্বকাপের সঙ্গেও এবারের বিশ্বকাপের মিল খুঁজে পেয়েছেন রমিজ রাজা। সেবার খাদের কিনারা থেকে ফাইনালে উঠেছিল পাকিস্তান। এবারও একই রকম পরিস্থিতিতে পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে। ফলে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন পিসিবি সভাপতি, ‘৩০ বছর আগের বিশ্বকাপের সঙ্গে এবারের অদ্ভুত মিল। ওই আসরের মতো এবারও পাকিস্তান দলে একই ধরনের অদম্য মনোভাব, উত্তুঙ্গ আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছি। ১৯৯২-এ আমাদের আত্মবিশ্বাস এতটাই ছিল যে, প্রতিপক্ষে ১৫ জন খেললেও আমরা জানতাম হারব না।’

সর্বশেষ খবর